পশ্চিমবঙ্গ

west bengal

Ganesh Chaturthi Special Recipe মঙ্গলমূর্তিকে প্রসন্ন করতে নৈবেদ্যে রাখুন স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর বাসুন্দি

By

Published : Aug 31, 2022, 7:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

বিনায়ক যে কতটা খেতে ভালোবাসেন তা তাঁর চেহারা দেখলেই বোঝা যায় ৷ দেবতাদের মধ্যে তিনি যে সবচেয়ে বেশি মিষ্টি প্রেমী তা আর আলাদা করে বলতে হয় না(Ganesh Chaturthi 2022৷ তাই তাঁর পুজোর ভোগে রকমারি নৈবেদ্য তো থাকবেই ৷ তবে পার্বতী পুত্রের দশদিনের পুজোয় আলাদা আলাদা মিষ্টি যদি ভোগ দিতে চান তবে আপনার তালিকায় এই মিষ্টির রেসিপি অবশ্যই রাখতে পারেন(Ganesh Chaturthi Special Recipe)৷ নাম বাসুন্দি, দেখতে অনেকটা রসমালাইয়ের মতো(Basundi Recipe)৷ ঘন দুধের সঙ্গে কাজু, পেস্তা, আমন্ড ও কেশরের সংমিশ্রণে এর স্বাদ হয় অতুলনীয় ৷ পাশাপাশি পুষ্টিগুণে ভরপুর ৷ আপনার জন্য রইল এই বাসুন্দি মিষ্টির রেসিপি(Ganesh Chaturthi Special Basundi Recipe)৷
Last Updated :Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details