পশ্চিমবঙ্গ

west bengal

Ganesh Chaturthi 2023: গণেশ আরাধনায় মেতে উঠলেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 5:43 PM IST

সিদ্ধিদাতা গণেশের আরাধনায় ত্রমিলা

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে উঠেছে সারা দেশ। ভাদ্রমাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয়। সিদ্ধিদাতার আরাধনায় সামিল টলি অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। কুড়ি বছরের বেশি সময় ধরে তিনি গণেশ পুজো করে আসছেন ৷ প্রথমদিকে নিজের হাতে পুুজো করলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই আয়োজন আরও বড় হয়েছে ৷ ফলে বেশ কয়েক বছর বাড়িতে গণেশ মূর্তি নিয়ে আসা হয় ৷ ফলে এখন পুরোহিত এসে পুজো করেন ৷ তারকার এই পুজোতে আয়োজন থাকে এলাহি ৷ বাপ্পার জন্য ফল, মিষ্টি, 21 রকমের মোদক, লাড্ডু ছাড়াও দেওয়া হয় অন্ন ভোগ ৷ পোলাও, পাঁচ রকম ভাজা, পায়েস সব কিছুই থাকে পুজোর আয়োজনে ৷ অভিনেত্রীর সঙ্গে পুজোর দায়িত্ব সামলান তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। হাজির ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ও। এই পুজোতে উপস্থিত ছিলেন ইটিভি ভারতের প্রতিনিধিও ৷ জানান, কীভাবে 'পঞ্চমী' সিরিয়ালের সেটে শিবমন্দিরে সাপের দেখা পেয়েছিলেন ৷ জানান, কীভাবে গণেশ বারবার তাঁর কাছে আসেন ৷ পুজোর ফাঁকে আয়োজন থেকে সিরিয়াল, নানা বিষয়ে কথা বলেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য।

ABOUT THE AUTHOR

...view details