পশ্চিমবঙ্গ

west bengal

"আপনি ভালো কাজ করেন", জওয়ানকে দেখেই স্যালিউট শিশুর

By

Published : Aug 12, 2019, 4:58 PM IST

Updated : Aug 13, 2019, 12:41 AM IST

এ দৃশ্য ভোলার নয় । আসলে শিশু মন যা দেখে তাই বলে । দেশের জওয়ানরা কীভাবে বন্যা বিধ্বস্ত এলাকায় কাজ করছে তা দেখেছিল এই শিশু । তাই, সামনে এক জওয়ানকে দেখে দৌড়ে এল সে । বলল, "আপনি খুব ভালো কাজ করেন ।" বলেই স্যালিউট । গর্বিত জওয়ান মিষ্টি হেসে বললেন, "ধন্যবাদ ।" মহারাষ্ট্রের বন্যা-বিধ্বস্ত গাঁবাঘের এই দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যা ইতিমধ্যেই নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছে ।
Last Updated : Aug 13, 2019, 12:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details