পশ্চিমবঙ্গ

west bengal

AMC Election 2022 : আসানসোলে 79 নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীকে খুনের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By

Published : Feb 12, 2022, 11:47 AM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

আসানসোল পৌরনিগমের (AMC Election 2022) 79 নং ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীকে খুনের হুমকির অভিযোগ ৷ মীনা কর্মকার নামে ওই সিপিআইএম প্রার্থীর অভিযোগ, তাঁকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী সীমা মণ্ডল (TMC Allegedly Death Threat to CPIM Candidate in Ward No 79) ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী ৷ ঘটনার সূত্রপাত আজ সকালে ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পরে ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিআইএমের একটি ক্যাম্পে হামলা চালায় ৷ তাদের ক্যাম্পে ভাঙচুর করে ৷ তার প্রতিবাদ করাতেই নাকি তৃণমূল প্রার্থী প্রতিপক্ষ সিপিআইএম প্রার্থীকে খুনের হুমকি দিয়েছেন ৷
Last Updated :Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details