পশ্চিমবঙ্গ

west bengal

Appeal for Euthanasia to CM: প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ, মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন ব্যক্তির

By

Published : Sep 10, 2022, 7:47 PM IST

Euthanasia Appeal to CM
প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ, মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন ব্যক্তির ()

প্রতিবেশীর লাগাতার অত্যাচার সহ্য করতে না-পেরে মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়ে রায়গঞ্জ গান্ধিমূর্তির পাদদেশে অবস্থানে বসলেন রঞ্জিত চৌহান নামে এক ব্যক্তি (Euthanasia Appeal to CM Mamata Banerjee by a Man)। অভিযুক্ত বাসিন্দার পালটা অভিযোগ, দীর্ঘদিন যাবৎ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করেছে। নেশারঘোরে তিনি এই কাজ করছেন। রায়গঞ্জ পৌরসভার কো-অর্ডিনেটর (Co-Ordinator of Raiganj Municipality) হিমাদ্রি সরকারের দাবি বিষয়টি তাঁর জানা ছিল না। সমস্যার কথা তিনি জানতে পারলে আলোচনার মাধ্যমে সমাধান করতেন।

রায়গঞ্জ, 10 সেপ্টেম্বর: রায়গঞ্জ পৌরসভার (Raiganj Municipality) 15 নম্বর ওয়ার্ডের কুমারডাঙ্গি এলাকার সোয়া কাঠা জমির মালিক বলে দাবি করেছেন রঞ্জিত চৌহান নামে এক বাসিন্দা। রঞ্জিতবাবু পেশায় একজন হকার। আর্থিক-অনটনের মধ্যে দিনযাপন করেন। রঞ্জিতবাবুর অভিযোগ, এলাকার বাসিন্দা পবন গুপ্তা সেই জমি হাতিয়ে নেওয়ার জন্য তার উপর বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার চালাচ্ছেন। তাই তিনি এদিন অবস্থানে বসেছেন (Euthanasia Appeal to CM Mamata Banerjee by a Man)৷

পবনবাবুর বিরুদ্ধে জেলা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন রঞ্জিতবাবু। প্রশাসনিকভাবে কোনও সুবিচার না-হওয়ায় আদালতের দ্বারস্থ হন। আদালতে মামলা চলাকালীন তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন অভিযুক্ত পবনবাবু। সুবিচার পেতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়ে শুক্রবার রায়গঞ্জ বিদ্রোহী মোড়ে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থানে বসেন রঞ্জিত চৌহান। অবস্থানের খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ (Raiganj Police) ঘটনাস্থলে পৌঁছে তাঁকে থানায় নিয়ে যান।

মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়ে রায়গঞ্জ গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান

আরও পড়ুন:কৃষ্ণ কল্যাণীই হলেন বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান

অন্যদিকে, অভিযুক্ত পবন গুপ্তা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পবনবাবুর পালটা অভিযোগ, দীর্ঘদিন যাবৎ রঞ্জিতবাবু তাঁর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ জানাচ্ছেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। নেশার ঘোরে তাঁর পরিবারকে অশ্লীল গালিগালাজও করেন। স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ করেও কোনও কাজ হয়নি। 15 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর (Co-Ordinator of Raiganj Municipality) হিমাদ্রি সরকার জানান, দু'জনেই তাঁর ওয়ার্ডের বাসিন্দা। কোনও পক্ষই তাঁর কাছে অভিযোগ করেননি। বিষয়টি তাঁর জানা থাকলে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতেন।

ABOUT THE AUTHOR

...view details