পশ্চিমবঙ্গ

west bengal

Bengal Civic Polls 2022 : প্রিয়-হীন কালিয়াগঞ্জে অস্তিত্ব রক্ষার লড়াই কংগ্রেসের

By

Published : Feb 20, 2022, 9:56 PM IST

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ৷ প্রিয়রঞ্জন দাসমুন্সির জন্মভিটে, একসময়ের কংগ্রেসের গড় ৷ বাইশের পৌরভোটে প্রিয়-দূর্গে কি ফিরবে কংগ্রেস জমানা (Bengal Civic Poll 2022) ?

Kaliyaganj Municipality
উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ পৌরসভা

রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি : একসময় এই শহর জাতীয় কংগ্রেসের দূর্গ বলে পরিচিত ছিল ৷ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সিকে কেন্দ্র করে রমরমিয়ে চলত কংগ্রেসের আধিপত্য । সেই কালিয়াগঞ্জ তথা প্রিয়রঞ্জন দাসমুন্সির জন্মভিটে কালিয়াগঞ্জ আসন্ন পৌরভোটে কংগ্রেস 17টির মধ্যে মাত্র 11টিতে প্রার্থী দিতে পেরেছে । বাকি আসনে সমর্থন করেছে নির্দল প্রার্থীদের । প্রিয়-হীন এই শহরে এখন অস্তগামী জাতীয় কংগ্রেস, দাবি শাসকদলের । এই শহরে পৌরভোটে হাত চিহ্নের লড়াই আজ অস্তিত্ব টিকিয়ে রাখার (Congress existence raise question in Priya Ranjan Dasmunsi home Kaliyaganj) ।

কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের আঁতুড়ঘর । সব জেলা তথা রাজ্য কংগ্রেসের নীতি নির্ধারণ হত এখান থেকে । সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির পর তাঁর যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছিলেন স্ত্রী দীপা দাসমুন্সি । পৌরসভা গঠনের পর থেকে কংগ্রেসের দখলে ছিল কালিয়াগঞ্জ ।

2016-র নির্বাচনেও কংগ্রেস জয়লাভ করে পৌরবোর্ড গঠন করলেও তা ধরে রাখতে পারেনি । কংগ্রেস ভেঙে একাধিক কংগ্রেস কাউন্সিলর যোগ দেন তৃণমূলে । কালিয়াগঞ্জ পৌরবোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস । ধীরে ধীরে এখানকার কংগ্রেস থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় হাজারে হাজারে কংগ্রেস নেতা কর্মী সমর্থকেরা । চরম অস্তিত্ব সঙ্কটের মুখোমুখি হয় কংগ্রেস ।

আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : পৌরভোটে ভাটপাড়া-সহ ব্যারাকপুরের শান্তিরক্ষায় তৎপর লালবাজার

এবার পৌরভোটে কংগ্রেস নেতা-প্রার্থী সুজিত দত্ত জানিয়েছেন, কালিয়াগঞ্জের মানুষ আজ পর্যন্ত কংগ্রেস ছাড়া অন্য কোনও দলকে ভোট দিয়ে জেতায়নি । তাই তাঁদের আশা কালিয়াগঞ্জবাসী সবক'টি আসনে হাত চিহ্নে ভরসা রাখবে, জয়ী হবে কংগ্রেস ।

কালিয়াগঞ্জে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম, সিপিএম লড়াইয়ে জয় কার ?

জেলা তৃণমূল নেতা অসীম ঘোষ প্রিয়রঞ্জন দাসমুন্সির অবদানের কথা স্বীকার করে বলেন, "শ্রদ্ধেয় প্রিয়রঞ্জন দাসমুন্সির নেতৃত্বে শুধু কালিয়াগঞ্জ শহর নয়, উত্তর দিনাজপুর জেলা এমনকি উত্তরবঙ্গও একসময় কংগ্রেসের দূর্গ ছিল ।" 2011 সালে বামফ্রন্টকে পরাজিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে ৷ তারপর রাজ্যে বিভিন্ন জেলার সঙ্গে কালিয়াগঞ্জেরও বহু কংগ্রেস নেতা, কর্মী, সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে ৷ এখানে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে, দাবি নেতার । তিনি জানিয়েছেন, প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রয়াণ এবং তাঁর সহধর্মিণী কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সির অনুপস্থিতি কংগ্রেসকে আরও দুর্বল করেছে । ফলে কালিয়াগঞ্জে এখন কংগ্রেস অস্তিত্বহীন । তৃণমূল কংগ্রেস 17 টি আসনেই জয়লাভ করে পৌরবোর্ড দখল করবে, ভবিষ্যদ্বাণী টিএমসি নেতার ।

অন্যদিকে গেরুয়া শিবিরের জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, "কালিয়াগঞ্জের রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেস, সিপিএম এখন অপ্রাসঙ্গিক ৷"

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : বিজেপির বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়া ব্যহত করার অভিযোগ জ্যোতিপ্রিয়র

ABOUT THE AUTHOR

...view details