পশ্চিমবঙ্গ

west bengal

ইটাহারে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার

By

Published : Jun 11, 2021, 2:06 PM IST

ইটাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ইটাহারের কুরমানপুর এলাকার বাসিন্দারা ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ইটাহারে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার
ইটাহারে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার

ইটাহার ,11 জুন : বিদ্যুতের খুটির তার ছিড়ে বাড়িতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম আরতি দাস (61)। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহারের কুরমানপুর এলাকায় ৷ এরপরই এলাকায় বিদ্যুতের কেবল প্রতিস্থাপন ও ক্ষতিপূরণের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ ফলে ব্যাপক যানযটের সৃষ্টি হয় জাতীয় সড়কে ৷ পরে ইটাহার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

স্থানীয় সূত্রে খবর , বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টিতে বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে গিয়ে বৃদ্ধার টিনের ঘরে পড়ে ৷ ফলে ঘরটিতে বিদ্যুৎ প্রবাহের কারণে ঘরেই বিদ্যুৎপৃষ্ট হন তিনি। আজ সকালে ঘরের ভিতর থেকে বৃদ্ধার নিথর দেহ দেখতে পান তাঁর ছেলে , বৌমা ও স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

আরও পড়ুন :নিউ টাউন এনকাউন্টার কাণ্ডে এবার নাম জড়াল পিংলার

অন্য দিকে ওই এলাকায় প্রতিটা বাড়িতে সংযোগকারী বিদ্যুতের খুঁটির তারের বদলে কেবল লাগানোর দাবি তোলেন স্থানীয়রা ৷ পাশাপাশি বৃদ্ধার মৃত্যুর ক্ষতিপুরণের দাবিতে সরব হন ইটাহারবাসী ৷ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ৷ অকুস্থলে পুলিশ গেলে , পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় আবরোধকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details