পশ্চিমবঙ্গ

west bengal

Sujan Slams TMC: কালো টাকা ভরিয়ে পশ্চিমবঙ্গের বদনাম করছে তৃণমূল, অভিযোগ সুজনের

By

Published : Sep 10, 2022, 8:10 PM IST

শনিবার গার্ডেনরিচের এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা (Gardern Reach Money Recovery) ৷ এই নিয়ে সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, কালো টাকা ভরিয়ে পশ্চিমবঙ্গের বদনাম করছে তৃণমূল (Trinamool Congress) ৷

sujan-chakraborty-slams-trinamool-congress-on-gardern-reach-money-recovery
Sujan Slams TMC: কালো টাকা ভরিয়ে পশ্চিমবঙ্গের বদনাম করছে তৃণমূল, অভিযোগ সুজনের

বারাসত, 10 সেপ্টেম্বর : ফের টাকা উদ্ধার পশ্চিমবঙ্গে ৷ এবার ঘটনাস্থল গার্ডেনরিচ (Gardern Reach Money Recovery) ৷ সেখানেও কোটি কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ শনিবার এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রসকে দুষলেন সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷

তাঁর কথায়, "ব্ল‍্যাক মানি অর্থাৎ কালো টাকা ভরিয়ে পশ্চিমবঙ্গের বদনাম করছে রাজ্যের শাসকদল‌ । যেখানেই ইডি হাত দিচ্ছে সেখানেই কোটি টাকার নিচে কোনও গল্প নেই ৷" শনিবার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । সেখানেই গার্ডেনরিচে পরিবহণ ব‍্যবসায়ীর বাড়ি থেকে ইডির কোটি কোটি উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই কথা বলেন ৷

এর পর সুজন চক্রবর্তীর সংযোজন, "এর আগে মাদক ব‍্যবসায়ীর বাড়ি থেকে নগদ কয়েক কোটি টাকা মিলেছিল ৷ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর থেকেও কোটি কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছিল । এখন আবার পরিবহণ ব‍্যবসায়ীর বাড়ি থেকে ইডি নগদ সাত কোটি টাকারও বেশি উদ্ধার করেছে । এতো প্রতি মুহূর্তে টাকার পরিমাণ বেড়েই চলেছে । ভাবাই যায় না ৷" শেষ খবর পাওয়া পর্যন্ত ওই টাকার পরিমাণ দাঁড়িয়েছেন 15 কোটি ৷ গোনা চলছে ৷

এরপরই রাজ্যের শাসকদলকে আক্রমণ করে সিপিএমের এই নেতা বলেন, "তৃণমূলের যত বড় নেতা, তত বড় চোর ৷ অপরাধী এবং পাচারকারী । এটাই বাস্তব । এখনও তৃণমূলের বড় বড় মাথারা ধরা পড়েনি । কেবল চুনোপুঁটি এবং ঘনিষ্ঠদের বাড়ি থেকেই কোটি কোটি উদ্ধার হচ্ছে । মাথার ধরা পড়লে কী হবে একবার ভাবুন !"

বেহিসেবি সম্পত্তি মামলায় তৃণমূল (Trinamool Congress) নেতা-মন্ত্রীদের সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হওয়া নিয়েও কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । তাঁর কথায়, "ইডির (ED) তদন্তে এত ভয় কিসের তৃণমূলের নেতা-মন্ত্রীদের ? যাতে ওরা ধরা না পড়ে তার জন্য সিআইডি (CID) ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করলেও ইডির তদন্তে সবসময় ভয় রয়েছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের । সেই কারণে বেহিসেবি তদন্ত মামলা থেকে ইডিকে সরাতে চায় ওরা ৷"

কালো টাকা ভরিয়ে পশ্চিমবঙ্গের বদনাম করছে তৃণমূল, অভিযোগ সুজনের

সুজনের মতে, "এসব করলেও বাঁচতে পারবে না অপরাধীরা । ধরা একদিন পড়বেই । দু-চারদিন এদিক সেদিক সেটিং করে বাঁচার চেষ্টা করতে পারে । কিন্তু, তাতে কোনও লাভ হবে না । অপরাধীদের একদিন জেলে যেতেই হবে । শাস্তি পেতে হবে তাদের ৷"

এদিকে, আমতার প্রতিবাদী ছাত্র আনিস খানের মৃত্যু (Anish Khan Murder Case) তদন্তের সাক্ষী তাঁর ভাই সলমান খানের ওপর প্রাণঘাতী হামলার প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "এই রাজ্যে সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই । যত নিরাপত্তা পিসি-ভাইপার (মমতা-অভিষেক) । নিহত আনিস খানের পরিবার হামলার আশঙ্কা করে পুলিশ-প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছিল । তা সত্ত্বেও নিরাপত্তা দেওয়া হয়নি । রাজ্যে আইনের শাসন যে নেই, তা সাম্প্রতিক ঘটনাবলী থেকেই স্পষ্ট ৷"

আরও পড়ুন :গার্ডেনরিচে উদ্ধার হওয়া টাকা নিয়ে যেতে এল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কন্টেনার ভ্যান

ABOUT THE AUTHOR

...view details