Garden Reach Fraud Case: গার্ডেনরিচে উদ্ধার হওয়া টাকা নিয়ে যেতে এল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কন্টেনার ভ্যান

By

Published : Sep 10, 2022, 6:26 PM IST

Updated : Sep 10, 2022, 8:02 PM IST

thumbnail

গার্ডেনরিচ অনলাইন গেমিং অ্যাপে প্রতারণা কাণ্ডে (Garden Reach Fraud Case) ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে এখনও পর্যন্ত 17 কোটির বেশি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীরা আটটি বড় মেশিন নিয়ে এসে বিপুল পরিমাণ এই টাকা গোনার কাজ করে ৷ পাশাপাশি, উদ্ধার হওয়া টাকা নিয়ে যেতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কন্টেনার ভ্যান নিয়ে আসা হয়েছে (Container Van Brought to Carry Recovered Money) ৷ তার মধ্যে করেই উদ্ধার হওয়া টাকা ট্রাঙ্কে ভোরে নিয়ে যাওয়া হবে বলেই জানা যাচ্ছে ৷ প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে জমা পড়া অভিযোগের ভিত্তিতে অনলাইন গেমিং অ্যাপের প্রতারণা মামলায় তদন্ত শুরু করে ইডি (ED) ৷ যে তদন্তে এ দিন নিসার খান নামে এক পরিবহণ ব্যবসায়ীর গার্ডেনরিচের বাড়িতে হানা দেয় ইডি ৷ তল্লাশি চলে, মোমিনপুর, পার্কস্ট্রিটের বাড়িতেও ৷ তবে, গার্ডেনরিচের বাড়ি থেকে ইডি আধিকারিকরা এ দিন ট্রাঙ্ক ভর্তি বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ৷ তবে, এই টাকাগুলি সেই প্রতারণার নাকি অন্য কোনও উৎস রয়েছে এই টাকার তাও জানার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ ঘটনাস্থলে শান্তি বজায় রাখতে ওই বাড়ি এবং আশেপাশের এলাকা সিআরপিএফ জওয়ানরা ঘিরে রেখেছে ৷

Last Updated : Sep 10, 2022, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.