পশ্চিমবঙ্গ

west bengal

Deganga Workers Death in Mangaluru : ম‍্যাঙ্গালুরুতে মৃত দেগঙ্গার পাঁচ শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের

By

Published : Apr 19, 2022, 4:57 PM IST

Updated : Apr 19, 2022, 5:31 PM IST

রবিবার কর্নাটকের ম‍্যাঙ্গালুরুতে মাছ প্যাকেজিংয়ের কারখানায় ম‍্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন কয়েকজন শ্রমিক । বিষাক্ত গ‍্যাসে দমবন্ধ হয়ে প্রাণ হারান পাঁচ শ্রমিক । তাঁরা পশ্চিমবঙ্গের দেগঙ্গার বাসিন্দা (Deganga Workers Death in Mangaluru) ৷

Deganga Workers died in Mangaluru Fish Factory
দেগঙ্গায় মৃত শ্রমিকের পরিবারকে চেক

বারাসত, 19 এপ্রিল : মৃত শ্রমিকদের পরিবারকে প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি সাহায্য করল রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার দুপুরে বারাসতে জেলাশাসকের দফতরে ম‍্যাঙ্গালুরুতে মৃত পাঁচ শ্রমিক পরিবারের হাতে দু'লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দিল জেলা প্রশাসন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলাশাসক সুমিত গুপ্তা, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, দেগঙ্গা এবং হাড়োয়ার দুই বিধায়ক রহিমা বিবি ও হাজি নুরুল ইসলাম-সহ প্রশাসনের অন্য কর্তারা । এছাড়া নিহত শ্রমিকদের প্রতিটি পরিবারকে বাংলা আবাস যোজনায় ঘর দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বনমন্ত্রী (Minister hands over government cheque to Deganga labour died in Mangaluru) ।

এদিন তিনি বলেন, "যখনই রাজ্যের কোনও মানুষ বিপদে পড়েছেন তখনই দলমত নির্বিশেষে সেই পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দেগঙ্গার নিহত পাঁচ শ্রমিক পরিবারের পাশেও ঠিক একইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি, তাও ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ।" ভবিষ্যতে এই পরিবারগুলি যাতে ভালভাবে থাকতে পারে, তার জন্য স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদকে উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ।

ম্যাঙ্গালোরে মৃত শ্রমিকের পরিবারকে অর্থ সাহায্য

আরও পড়ুন : Deganga Workers Death: ম‍্যাঙ্গালুরুতে মৃত শ্রমিকরা দেগঙ্গার, মৃতদের পরিবারকে দেওয়া হবে 2 লক্ষ টাকা

অন্যদিকে, আজ কর্নাটকের ম‍্যাঙ্গালুরুতে থেকে বিমানে নিহত পাঁচ শ্রমিকের কফিনবন্দি দেহ আসে দমদম বিমানবন্দরে । প্রশাসনের উদ্যোগে কফিনগুলি নিয়ে যাওয়া হয় দেগঙ্গায় নিহতদের বাড়িতে । সেখানে পরিবারের তরফে ধর্মীয় রীতি মেনে দেহগুলি কবর দেওয়ার ব্যবস্থা করা হয় ।

প্রসঙ্গত, প্রায় আট মাস আগে কর্নাটকের ম‍্যাঙ্গালুরুতে মাছের প্যাকেজিংয়ের কাজে গিয়েছিলেন উত্তর 24 পরগনার দেগঙ্গার বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক । সেখানেই মাছের বর্জ্য পদার্থের ম‍্যানহোল পরিষ্কার করতে নেমে রবিবার বিষাক্ত গ‍্যাসে দমবন্ধ হয়ে মারা যান পাঁচ পরিযায়ী শ্রমিক । অসুস্থ হয়ে পড়েন আরও চারজন। মৃত ও আহতরা প্রত্যেকেই দেগঙ্গা, হাড়োয়া এবং শাসন এলাকার বাসিন্দা । সেই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান মহম্মদ ওমর ফারুক, মহম্মদ সামিউল ইসলাম, নিজামুদ্দিন সাহাজি, সারাফাত আলি ও মিরাজুল ইসলাম ৷

আরও পড়ুন : Gas Leakage at Fish Factory : ফিশ প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক করে ম্যাঙ্গালোরে মৃত বাংলার 5 শ্রমিক

Last Updated :Apr 19, 2022, 5:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details