পশ্চিমবঙ্গ

west bengal

Covid Vaccination : বাড়িতে গিয়ে টিকা, খুশি মধ্যমগ্রামের প্রবীণরা

By

Published : Jun 26, 2021, 8:16 PM IST

মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে শুরু হল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি ৷ এলাকার প্রবীণ নাগরিকদের কথা ভেবেই এই উদ্যোগ ৷ শনিবার এই কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷

madhyamgram municipality arranges covid vaccination program at door step for elders
Covid Vaccination : প্রবীণদের বাড়িতে গিয়ে টিকা, খুশি মধ্যমগ্রামের মানুষ

মধ্যমগ্রাম, 26 জুন :উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে চালু হল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি ৷ এলাকার প্রবীণ নাগরিকরা যাতে বাড়িতে থেকেই করোনার টিকা পেতে পারেন, তার জন্যই এই কর্মসূচি ৷ শনিবার মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে 80 বছরের বেশি বয়সী বাসিন্দাদের জন্য দুয়ারে ভ্যাকসিন কর্মসূচির সূচনা করেন রাজ্য়ের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷

এদিন পৌরসভার 28 টি ওয়ার্ডেই বাড়িতে গিয়ে প্রবীণ নাগরিকদের টিকাকরণ করা হয় ৷ প্রতিটি ওয়ার্ড থেকে 11 জন করে মোট 308 জন বৃদ্ধ ও বৃদ্ধার টিকাকরণ করেন স্বাস্থ্যকর্মীরা ৷ সেই প্রক্রিয়া খতিয়ে দেখতে এদিন 23 নম্বর ওয়ার্ডের বীরেশ পল্লিতে হাজির হন খাদ্যমন্ত্রী নিজেই ৷ তিনি প্রবীণ নাগরিকদের টিকা নেওয়ার জন্য উৎসাহ দেন ৷ তাঁদের তুলে দেন টিকাকরণের শংসাপত্র ৷ খাদ্যমন্ত্রী ছাড়াও এই টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা-সহ পৌরসভার প্রশাসকমণ্ডলীর বেশ কয়েকজন সদস্য।

আরও পড়ুন :বনগাঁ পৌরসভার উদ্যোগে সত্তরোর্ধ্বদের জন্য শুরু হল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি

স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোনও এলাকায় 60 বছরের বেশি বয়সী বা বিশেষভাবে সক্ষম বাসিন্দার সংখ্যা 10 জনের বেশি হলেই সেই এলাকার নিকটবর্তী কোনও কমিউনিটি হল কিংবা সরকারি জায়গায় শিবির তৈরি করে করোনার টিকাকরণ করা যাবে ৷ এছাড়া সরকারি ও বেসরকারি হাসপাতাল পরিচালিত টিকাকরণ কেন্দ্রেও প্রবীণ নাগরিকদের জন্য আলাদা করে টিকাকরণের ব্যবস্থা করতে হবে ৷

কিন্তু, তারপরও নানা জায়গায় প্রবীণ নাগরিকদের টিকা না পাওয়ার অভিযোগ উঠেছে ৷ টিকার খোঁজে প্রবীণ নাগরিকদের অনেকেই বিভিন্ন সেন্টারে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে খালি হাতে ফিরে আসতে বাধ্য হয়েছেন ৷ তাঁদের সেই হয়রানি দূর করতেই চালু হয়েছে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি ৷

আরও পড়ুন :Covid Vaccination: ডায়মন্ডহারবার ও বারুইপুরে দুয়ারে টিকাকরণ কর্মসূচি

প্রসঙ্গত, এখনও পর্যন্ত গোটা দেশে মোট ২১ কোটিরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে ৷ করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা নেওয়াটাও অত্যন্ত জরুরি বলে দাবি বিশেষজ্ঞদের ৷ কিন্তু প্রবীণদের পক্ষে টিকা নেওয়ার জন্য লম্বা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করা সম্ভব নয় ৷ সেই কারণেই প্রশাসন টিকা নিয়ে তাঁদের দুয়ারে পৌঁছে গিয়েছে ৷

এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘‘80 বছরের ঊর্ধ্বে যে সমস্ত প্রবীণ নাগরিক রয়েছেন, এদিন তাঁদের টিকাকরণ করা হয়েছে ৷ মোট 308 জনকে টিকা দেওয়া হয়েছে ৷ বাকি প্রবীণদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করবে পৌরসভা ৷’’ বাড়িতে বসেই টিকা পেয়ে খুশি মধ্যমগ্রামের প্রবীণ নাগরিকরা ৷ পৌরসভার এই উদ্যোগের প্রশংসা করেছেন তাঁরা।

ABOUT THE AUTHOR

...view details