পশ্চিমবঙ্গ

west bengal

Purulia Strong Room Controversy : স্ট্রং রুমের পেছনে বাঁশের সিঁড়ি, ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়ায়

By

Published : Mar 1, 2022, 9:07 PM IST

গত রবিবার বাংলার 108টি পৌরসভার ভোট ছিল (Bengal Civic Polls 2022) ৷ আগামিকাল, বুধবার তার গণনা৷ তার আগে মঙ্গলবার পুরুলিয়ার ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের স্ট্রং রুমের পিছনে বাঁশের সিঁড়ি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে (Strong Room Controversy at Purulia) ৷

Purulia Strong Room Controversy
Purulia Strong Room Controversy : স্ট্রং রুমের পেছনে বাঁশের সিঁড়ি, ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়ায়

পুরুলিয়া, 1 মার্চ : পুরুলিয়া জেলার স্ট্রং রুম করা হয়েছে ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে । আগামিকাল অন্যান্য জায়গার মতো পুরুলিয়াতেও রয়েছে পৌরভোটের গণনা (Bengal Civic Polls Results 2022) । কিন্তু তার আগে আজ পুরুলিয়া শহরের স্ট্রং রুম ভিক্টোরিয়া স্কুলের পেছনে দিকে একটি বাঁশের সিঁড়ি লাগানোকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Strong Room Controversy at Purulia) ।

স্ট্রং রুমের পেছনে ওই সিঁড়ি লাগানো রয়েছে বলে খবর চাউর হতেই সেখানে ভিড় জমান বিজেপির একাধিক প্রার্থী । ইভিএমে কারচুপি করা হতে পারে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন বেশ কয়েকজন বিজেপি প্রার্থী । বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন, ‘‘এই নিয়ে আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছি ৷ কারণ, বিষয়টি নিয়ে একটু সন্দেহ তৈরি হয়েছে ৷ তাই জেলা নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে দেখুন ।’’ একই মত পোষণ করেছেন পুরুলিয়া শহরের বিজেপি বিধায়ক তথা পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় (BJP Complaints in State Election Commission on Purulia Strong Room Controversy) ।

যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়াকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি । এই বিষয়ে জানতে চেয়ে ফোন বা মেসেজ করেও উত্তর পাওয়া যায়নি পুরুলিয়া জেলার জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক রাহুল মজুমদারেরও ।

আরও পড়ুন :Contai Municipality Election 2022 : গণনা স্থগিতের আর্জি খারিজ হলেও মামলায় ঝুলে কাঁথি পৌরভোটের ফল

ABOUT THE AUTHOR

...view details