পশ্চিমবঙ্গ

west bengal

Purulia House Fire : আগুন লাগতেই দরজা ভেঙে বেরিয়ে এলেন বড়রা, ঝলসে মৃত্যু একরত্তির

By

Published : Apr 26, 2022, 6:22 PM IST

Fire in Purulia

সোমবার রাতে বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে প্রাণ গেল এক শিশুকন্যার ৷ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন (one baby died and three person injured)। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বেগুনকোদর এলাকার ৷

পুরুলিয়া, 26 এপ্রিল : ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল এক শিশুর। বাচ্চাটির নাম তনুজা লাহা । বয়স একবছর একমাস। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন (one baby died and three person injured) । গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বেগুনকোদর মধ্যবাজার এলাকার একটি বাড়িতে।

আগুন লাগার দু'ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলের একটি ইঞ্জিন। ওই বাড়ির তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও, বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। কারণ সে বাড়ির ভিতরের ঘরে ছিল। ভিতরে তখন ভয়াবহ আগুন। তাই কেউ ভিতরে যাওয়ার সাহস পাননি। আগুন নেভার পর পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি।

আহত তিনজন বর্তমানে রাঁচিতে ভর্তি রয়েছেন। কীভাবে আগুন লেগেছে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাড়িতে কোনও দাহ্যপদার্থ মজুত ছিল এবং রান্না করার সময় কোনওভাবে তার সঙ্গে আগুনের সংস্পর্শ হয়ে যায়। যার ফলে এই ভয়াবহ আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন :MP mine collapse : মধ্যপ্রদেশে খনিতে ধস, মৃত্যু 2 মহিলার

অগ্নিকাণ্ডে বাড়ির সমস্ত সরঞ্জাম পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। প্রতিবেশী রাহুল মাহাত বলেন, "আগুনের এতটাই ভয়াল রূপ ছিল যে কেউ ভিতরে ঢুকতে সাহস পায়নি। দরজা ভেঙে কোনওমতে দমকল আসার আগেই বাড়ির বড়রা বেরিয়ে যান । কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চা মেয়েটি রয়ে যায়। পরে শুনলাম সে মারা গেছে। এটা ভেবেই খুব খারাপ লাগছে যে তাকে বাঁচাতে পারলাম না।"

ABOUT THE AUTHOR

...view details