পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Adhikari: রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

By

Published : Oct 19, 2022, 3:48 PM IST

Updated : Oct 19, 2022, 5:59 PM IST

আগামী বছর পঞ্চায়েত নির্বাচন (Panchyat Elections 2023) ৷ বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব ৷ তবে পৌরভোটের মতো পঞ্চায়েতেও রাজ্য পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকতে পারে বলে কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে ৷ এমন সিদ্ধান্ত রাজ্য সরকার নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari warns  of moving court if Panchyat Elections 2023 are held with state police
Suvendu Adhikari: রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

কাঁথি (পূর্ব মেদিনীপুর), 19 অক্টোবর : পঞ্চায়েত নির্বাচন (Panchyat Elections 2023) নিয়ে এখনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশ থাকলে, তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলেও তিনি জানিয়েছেন ৷

বুধবার পূর্ব মেদিনীপুরের কাঁথি টাউন হলে বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ৷ ওই অনুষ্ঠানে ভাষণও দেন তিনি ৷ তার পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷

একই সঙ্গে তিনি আবার দাবি করেছেন যে 2024 সালে লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) সঙ্গে বিধানসভা নির্বাচন হবে বাংলায় ৷ কীভাবে হবে, সেই বিস্তারিত ব্যাখ্যায় অবশ্য যাননি বিজেপির (BJP) এই নেতা ৷ তবে বলেছেন, ‘‘আমরা বারবারে বলছি এবার 24 শের লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হবে । দেখতে থাকুন আমাদের উপর ভরসা রাখুন ।’’

রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

প্রসঙ্গত, 2024 সালে লোকসভা ভোট নির্ধারিত হয়ে রয়েছে ৷ বড় কোনও রাজনৈতিক পরিবর্তন না হলে ওই বছর মার্চ থেকে মে মাসের মধ্যে সারা দেশে সাধারণ নির্বাচন হবে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে 2021 সালে বিধানসভা নির্বাচন (Bengal Assembly Elections 2021) হয়েছে ৷ সেই মতো 2026 সালেই বাংলায় পরবর্তী বিধানসভা নির্বাচন হবে ৷ 2024 সালে ওই নির্বাচন হতে গেলে বাংলায় বড় কোনও রাজনৈতিক পট পরিবর্তন ঘটতে হবে ৷ তেমনই কি কিছু ঘটবে ? শুভেন্দু অধিকারী কি সেই দিকেই ইঙ্গিত করলেন ?

এদিকে এদিন কাঁথিতে বিজেপির বিজয়া সম্মিলনীতে শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন, বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত, উত্তর কাঁথির বিধায়ক সুনীতা সিনহা, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক-সহ অন্যরা ৷ সেখানে বক্তৃতা করার সময় একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেন ৷ সেই সময়ই তিনি 24 শে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের প্রসঙ্গ তোলেন ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দেন তিনি ৷ পাশাপাশি চাকরি প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত বলেও মত প্রকাশ করেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচন রাজ্য পুলিশেই, বুধে আসন সংক্রান্ত খসড়া প্রকাশ কমিশনের

Last Updated : Oct 19, 2022, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details