ETV Bharat / state

WB Panchayat Election: পঞ্চায়েত নির্বাচন রাজ্য পুলিশেই, বুধে আসন সংক্রান্ত খসড়া প্রকাশ কমিশনের

author img

By

Published : Oct 18, 2022, 5:55 PM IST

Panchayat Election
ETV Bharat

পঞ্চায়েত নির্বাচনের সময় এগিয়ে আসছে ৷ রাজ্য নির্বাচন কমিশন আগামিকাল, 19 অক্টোবর পঞ্চায়েতের আসন বিন্যাস, সংরক্ষণ বিষয়ক তালিকা প্রকাশ করবে ৷ 2023-এর ফেব্রুয়ারিতে পঞ্চায়েত নির্বাচন শেষ করতে চায় রাজ্য সরকার (State Election Commission on Panchayat Election) ৷

কলকাতা, 18 অক্টোবর: সামনেই পঞ্চায়েত নির্বাচন । একদিকে রাজনৈতিক দলগুলি নিজের নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ অন্যদিকে তোড়জোড় করছে রাজ্য নির্বাচন কমিশন । কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন হবে রাজ্য পুলিশ দিয়েই (Panchayat Election responsibility over State Police) ।

পাশাপাশি আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যের 20টি জেলার আসন বিন্যাস ও সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন । জানুয়ারি মাসে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে । তাই আইন অনুসারে ফেব্রুয়ারি মাসের আগে নির্বাচন করা সম্ভব নয় । নবান্ন সূত্রে জানা গিয়েছে, 2023-এর ফেব্রুয়ারির মধ্যেই পঞ্চায়েত নির্বাচন শেষ করতে চায় রাজ্য সরকার ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে দুর্নীতি ইস্যুতে তৃণমূলের উপর চাপ বাড়াতে বিশেষ রণকৌশল বিজেপির

2 নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট জেলার মানুষ জেলাশাসক ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে যে কোনও বিষয় নিয়ে অভিযোগ জানাতে পারবেন । এছাড়া আগামী 7-16 নভেম্বর পর্যন্ত তালিকা সংশোধনের কাজ চলবে । জানা গিয়েছে, নভেম্বরের শেষদিকেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে । আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ-সভাপতি, সভাধিপতি, সহ-সভাধিপতি পদ সংরক্ষণের কাজ । এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ মিলেছে । তাই এই কাজও ডিসেম্বরেই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.