পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Slams Mamata: মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন, তীব্র আক্রমণ শুভেন্দুর

By

Published : Aug 10, 2023, 9:34 AM IST

মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মালা দিয়ে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন করলেন শুভেন্দু অধিকারী ৷ এরপর বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি ৷

Etv Bharat
শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়

শুভেন্দু অধিকারীর বক্তব্য

তমলুক, 10 অগস্ট: ভারত ছাড়ো আন্দোলনের 81তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার তমলুক শহরের বানপুকুরে শহিদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মালা দিয়ে পদযাত্রায় সামিল হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন তমলুক হাসপাতাল মোড় থেকে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে কয়েক হাজার সমর্থককে নিয়ে পদযাত্রা করেন তিনি । পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে মিথ্যা লগ্নে।

মেদিনীপুর জেলার তমলুকের বানপুকুরে মাতঙ্গিনী হাজরার হাত ধরে ভারতবর্ষ প্রথম স্বাধীনতা পেয়েছিল এই 9 অগস্ট ৷ তাই এই 9 অগস্টকে দিনটিকে স্মরণ করে প্রতিবছর উদযাপন করা হয় । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মহিষাদলের ইউনিভার্সিটি দেখে আসুন ৷ কেন্দ্র সরকার যতটা টাকা দিয়েছিল ততটা হয়েছে । তারপর আর হয়নি । এখনও পড়ে রয়েছে ।"

তারপর রাজ্যপাল প্রসঙ্গে বলেন, "রাজ্যপাল যখন হাতে খড়ি নিচ্ছিলেন তখন ভালো ছিলেন। আর যখন ভিসি নিয়ে সমর্থন করছেন না তখন রাজ্য সরকারের কাছে তেঁতো হয়ে গিয়েছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন । মিথ্যা ছাড়া সত্যি বলেন না । সীতারাম ইয়েচুরি ও রাহুল গান্ধি অনুরোধ করেছেন এই রাজ্যে দুটো দল উঠে যাচ্ছে তাই আপনারা একটু গালাগালি দিন ।"

সংবাদমাধ্যমে বক্তব্য রাখার পর শুভেন্দু অধিকারী তমলুকের বর্গভীমা মন্দিরে প্রণাম সেরে মন্দির থেকে নেমে গরিব-দুঃখী ভিখারিনীদের সঙ্গে বসে আড্ডায় মশগুল হন । হাঁসি ঠাট্টায় মেতে ওঠেন তাদের সঙ্গে । শেষে তাঁদেরকে আর্থিক সাহায্যও করেন । তাঁদের অভাব অভিযোগ শোনার পর পাশে থাকারও আশ্বাস দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।

আরও পড়ুন : আমেরিকায় চোখের চিকিৎসা, অভিষেককে 'আলালের ঘরের দুলাল' বলে কটাক্ষ শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details