ETV Bharat / state

Suvendu Adhikari: আমেরিকায় চোখের চিকিৎসা, অভিষেককে 'আলালের ঘরের দুলাল' বলে কটাক্ষ শুভেন্দুর

author img

By

Published : Aug 9, 2023, 7:55 PM IST

Updated : Aug 9, 2023, 8:15 PM IST

Suvendu Adhikari Slams Abhishek Banerjee: পশ্চিম মেদিনীপুরের পিংবনির সভা থেকে 'অভিষেককে আলালালের ঘরের দুলাল' বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি 'বেছে বেছে দাগি মালগুলো তৃণমূলে রয়েছে' কটাক্ষ শুভেন্দুর ৷

Etv Bharat
শুভেন্দু অধিকারী

পিংবনির সভায় অভিষেককে 'আলালের ঘরের দুলাল' বলে কটাক্ষ শুভেন্দুর

পিংবনি, 9 অগস্ট: চোখের চিকিৎসার জন্য নিউ ইয়র্কে গিয়েছেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ডায়মন্ড হারবারের সাংসদের এই বিদেশ যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আদিবাসী দিবস উপলক্ষে বুধবার পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের পিংবনিতে একটি সভার আয়োজন করা হয়েছিল ৷ এই উৎসবের সভা মঞ্চ থেকে অভিষেককে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷

পিংবনির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুড়মি নেতা রাজেশ মাহাতোকেও এদিন তুলোধোনা করেন শুভেন্দু ৷ এদিনের সভা শেষে শুভেন্দু অধিকারী বলেন, "তাঁর কোটি কোটি টাকা ৷ তাই তিনি চোখ সারাতে গিয়েছেন নিউ ইয়র্কে । যেখানে আমেরিকার প্রেসিডেন্টের চিকিৎসা হয় ৷ নার্সিংহোমেও রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয় না ৷ বরং টাকা দিলেই চিকিৎসা করা হয়। এমনকী স্বাস্থ্যসাথী কার্ড চলে না ভেলোর, ওড়িশা ও বেঙ্গালুরুতেও ৷ অথচ পিসির আলালের ঘরের দুলাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন নিউইয়র্কে কোটি টাকা খরচা করে চোখ সারাতে ।" পাশাপাশি রাষ্ট্রপতির দৌপদী মুর্মুর উপমা টেনে শুভেন্দু বলেন, " যেখানে দেশের রাষ্ট্রপতি স্বয়ং নিজের চোখের চিকিৎসা করেন দেশের সরকারি আর্মি হাসপাতালে, সেখানে রাজ্যের সাংসদ কোটি টাকা খরচা করে নিউইয়র্কে চিকিৎসা করাতে গিয়েছেন ৷"

আরও পড়ুন: 'একদিন সত্য প্রকাশ্যে আসবেই', আমেরিকা থেকে টুইটে ইডিকে নিশানা অভিষেকের

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যুক্তরাষ্ট্রে অভিষেকের চিকিৎসারত ছবি ৷ তা নিয়েই বিরোধীদের কটাক্ষের শিকার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ বিরোধীদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডিকে ফাঁকি দিয়েই নিউইয়র্ক গিয়েছেন ৷ এদিনই নিউইয়র্ক থেকে ইডিকে কটাক্ষ করেন অভিষেক ৷ এদিকে বিদেশে বসেই ইডির বিরুদ্ধে সবর হয়েছেন শাসকদলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্য়েপাধ্যায় ৷ চিকিৎসা শেষে দেশে ফিরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে আইনি লড়াইয়ে যেতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তবে শুধু শাসকদলকেই নয়, এদিন জেলা পুলিশ সুপারকেও 'দাগী মাল' বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: আমেরিকায় চোখের পরীক্ষা অভিষেকের, চিকিৎসকের সঙ্গে ছবি ভাইরাল সোশালে

Last Updated : Aug 9, 2023, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.