পশ্চিমবঙ্গ

west bengal

Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, মৃত 3

By

Published : Oct 24, 2022, 9:33 PM IST

Updated : Oct 24, 2022, 10:31 PM IST

কালীপুজোর রাতে পূর্ব মেদিনীপুর শহরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের (Several Died in Road Accident) ৷ দুর্ঘটনাটি ঘটেছে রামনগর থানার সাপুয়া মোড়ে। একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে ভরতি করা হয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে (Kanthi Mahakuma Hospital) ৷ বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন ৷

Road Accident in Ramnagar
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত তিন আহত এক

রামনগর, 24 অক্টোবর: সোমবার সন্ধ্যায় একটি সুইফট ডিজার গাড়িতে করে চারজন কাঁথি থেকে দিঘার দিকে আসছিলেন। দিঘা-নন্দকুমার 116-বি জাতীয় সড়ক সাপুয়ার কাছে ওই সুইফট ডিজার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। তাতেই বিপত্তি !

গাছের সঙ্গে ধাক্কায় গাড়ির ভিতরে থাকা চার জনের মধ্যে তিন জনেরই মৃত্যু হয় (Several Died in Road Accident) ৷ অপরজনের অবস্থা গুরুতর ৷ তিনি কাঁথি মহকুমা হাসপাতালে (Kanthi Mahakuma Hospital) চিকিৎসাধীন ৷ দুর্ঘটনাটি হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। কর্মরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। বাকি একজন গুরুতর আহত অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ির গতিবেগ এতটাই ছিল যে, গাছের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় ৷ কোনওরকমে তাঁদের ওই গাড়ি থেকে উদ্ধার করেন স্থানীয়রা ৷

পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের

পুলিশ সূত্রে জানা যায়, তাঁদের প্রত্যেকের বাড়ি কাঁথি থানার মাজনা এলাকায়। তাঁদের মধ্যে মৃত বছর পঞ্চাশের নন্দন প্রধান, তিনি গাড়ির মালিক ছিলেন। কাঞ্চন সাউ (48), গৌতম দাস (46) ৷ যিনি আহত অবস্থায় হাসপাতালে ভরতি তাঁর নাম রঞ্জন দেবনাথ (50) ৷ কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার খবর পেয়েই পরিবারের লোকজনরা কাঁথি মহকুমা হাসপাতালে পৌঁছেছেন। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। দীপাবলির রাতে এহেন পথ দুর্ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

আরও পড়ুন:17টি ইঞ্জিনের চেষ্টায় আয়ত্তে বানতলা লেদার কমপ্লেক্সের আগুন, গুরুতর জখম দুই দমকলকর্মী

Last Updated : Oct 24, 2022, 10:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details