পশ্চিমবঙ্গ

west bengal

Bengal Civic Polls 2022 : টিকিট না-পেয়ে পদ ছাড়ছেন তৃণমূল নেতা, তুলে নেবেন শুভেন্দুর বিরুদ্ধে মামলা

By

Published : Feb 9, 2022, 6:31 PM IST

Updated : Feb 9, 2022, 9:15 PM IST

এবারের পৌরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর রাজ্যজুড়ে শুরু হয়েছে দলীয় অশান্তি (Agitation over TMC candidate list) ৷ বাদ যাচ্ছে না পূর্ব মেদিনীপুরও ৷ বহুদিন দলে থাকার পরও টিকিট না পেয়ে ক্ষুব্ধ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ ইস্তফা দেবেন দলীয় পদ থেকে ৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা মামলাও তুলে নেবেন ৷

Purba Medinipur Political News
টিকিট না পেয়ে পদ ছাড়ছেন জেলা তৃণমূল নেতা

কাঁথি, 9 ফেব্রুয়ারি : "1998 সাল থেকে অখিল গিরির সঙ্গে তৃণমূল কংগ্রেস শুরু করি । তৃণমূল আর আগের মতো নেই ৷" আক্ষেপ কাঁথির তৃণমূলের পুরানো সৈনিকের । কাঁথিতে অধিকারী পরিবারের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক কর্মসূচি করেছেন রামনগরের বিধায়ক মন্ত্রী অখিল গিরি । তাঁর ছায়াসঙ্গী হিসাবে সবসময় তাঁর পুরানো সঙ্গীকে কাছে পেয়েছেন । বর্তমান অখিল গিরির সেই দিনের সঙ্গী রত্নদীপ মান্না এখন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ এবারে পৌরনির্বাচনে টিকিট না-পেয়ে ক্ষুব্ধ (TMC candidate list for Municipal Election 2022) ৷ দলীয় পদ থেকে ইস্তফা দেবেন বলে জানালেন ৷ শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাঁর দায়ের করা ত্রিপল চুরির মামলাও তুলে নেবেন বলে কথাবার্তা শুরু করেছেন আইনজীবীর সঙ্গে ৷

রত্নদীপের দাবি, দীর্ঘদিন দল করার সুবাদে বহু অত্যাচার সহ্য করেছেন ৷ এবার কাঁথি পৌর নির্বাচনের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের টিকিটের দাবিদার ছিলেন তিনি । নিশ্চিত ছিলেন, দলের সেবা করার প্রতিদান স্বরূপ এই ইনাম তাঁর প্রাপ্য ৷ তবে তাঁর জায়গায় শুভেন্দু অধিকারীর অনুগামী অতনু গিরিকে দল এবারে টিকিট দিয়েছে । অতনু বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন । অতনু গিরি তৃণমূলের টিকিট পাওয়ার কয়েক ঘণ্টা আগেই পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিকের হাত ধরে দলে যোগ দেন ৷ অতনু গিরি-সহ এমন আরও কয়েকজন প্রাক্তন কাউন্সিলরও যোগদান করেই তৃণমূলের টিকিট পেয়েছেন । তারপর লাগাতার তিনদিন ধরে বিক্ষোভ চলছে ।

রত্নদীপ জানান, বিজেপি বা নির্দলের হয়ে কাজ করবেন না । নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, "আমি তৃণমূলেই থাকব ।" তারপর আক্ষেপের সুরে বলেন, "দল যখন আমার কথা ভাবেনি, আমি দলের কথা ভাবব কেন ? আমার বিপদ হলে তো দল আমাকে দেখবে না । তাই আমি আর ঝুঁকি নেব না । তাই মামলা তুলে নেওয়ার জন্য আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি । আমার পাশে কেউ দাঁড়ায়নি কোনও নেতৃত্বের দেখা মেলেনি । এমনকি দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করার সময়ও কেউ ডাকেনি ৷ ফোন পর্যন্তও করেনি কেউ ।"

সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন রত্নদীপ

উল্লেখযোগ্য বিষয়, এই রত্নদীপ মান্নাই কাঁথি পৌরবোর্ডে প্রশাসক মণ্ডলীর সদস্য থাকাকালীন কাঁথি পৌরসভার গোডাউন থেকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগ আনেন ৷ বলেন, শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা দিনেদুপুরে দাঁড়িয়ে থেকে ত্রিপল চুরি করেন ৷ সেই মর্মে অভিযোগও দায়ের হয় কাঁথি থানায় । সেই মামলা এখন কলকাতা হাইকোর্টে বিচারাধীন ।

শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা ত্রিপল চুরির মামলা এবার তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রত্নদীপ । পাশাপাশি কাঁথি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য পদ থেকেও অব্যাহতি চাইলেন তিনি । এই নিয়ে জেলা রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে ।

আরও পড়ুন : SK Sufian gets Anticipatory Bail : নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট সুফিয়ানকে আগাম জামিন সুপ্রিম কোর্টের

Last Updated : Feb 9, 2022, 9:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details