পশ্চিমবঙ্গ

west bengal

Kotwali IC Transfer: পাপমুক্ত মেদিনীপুর ! কোতোয়ালির আইসি বদল হতেই পোস্টে ভরল সোশাল মিডিয়া

By

Published : May 23, 2023, 2:18 PM IST

কেউ লিখেছেন, পাপমুক্ত হল ৷ কেউবা লিখছেন, ওম শান্তি ওম । কেউবা আবার লিখেছেন, শান্তি পেল মেদিনীপুর । ঠিক এভাবেই কোতোয়ালি থানার আইসি বদল ঘিরে পোস্টে ছেয়ে গিয়েছে সোশাল সাইট । তবে শুধু বিরোধীরা নয়, বরং শাসকদলের কর্মী সমর্থকদের তরফে এসেছে এই পোস্ট ৷ আর তা ঘিরেই চাঞ্চল্য মেদিনীপুর শহরে ।

Kotwali IC Transfer post in social
আইসি পার্থসারথি পাল

কোতোয়ালির আইসি বদল হতেই পোস্টে ভরল সোশাল মিডিয়া

মেদিনীপুর, 23 মে: কোতোয়ালি থানার আইসি বদল হতেই আনন্দ উচ্ছ্বাস সোশাল মিডিয়া জুড়ে । বিরোধী শিবির তো বটেই খোদ শাসকদল তৃণমূলের নেতা কর্মীরা লিখছেন, পাপ মুক্ত মেদিনীপুর । কেউ আবার লিখেছেন, ডাস্টবিনে গুমটি ৷ কেউ লিখেছেন, ওম শান্তি ওম । এই পোস্টগুলি আসলে আইসির বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করছে বিজেপি ।

প্রসঙ্গত, মেদিনীপুর কোতোয়ালির আইসি ছিলেন পার্থসারথি পাল । দীর্ঘদিন ধরে আইসি পদ সামলেছেন তিনি । পার্থসারথি এই কোতোয়ালির আইসি থাকাকালীন বিরোধী তো বটেই খোদ শাসকদলের নেতা কর্মী ও সমর্থকদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন তিনি । বিরোধীদের দাবি, শুধু আইন প্রয়োগ নয়, বরং অসভ্য ভাষায় গালিগালাজেও সিদ্ধহস্ত ছিলেন এই কোতোয়ালির পুলিশ আধিকারিক । তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সাধারণ মানুষের ৷ স্থানীয়রা জানান, যেকোনও অভিযোগ জানাতে গেলে তিনি নাকি থানায় ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখতেন । ধমক দিতেন ৷ এমনকী অভিযোগ নিতে অস্বীকার করতেন । এছাড়াও বিরোধীদের অভিযোগ ছিল, কোনও রাজনৈতিক মিটিং মিছিল করলেই আইসি খোদ নিজে আসেন ৷ মিটিং মিছিলের যেমন অনুমতি দিতেন না, তেমনই সেগুলি বন্ধ করতেও তিনি পিছপা হতেন না ।

এছাড়াও মিছিলে যদি মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হত অথবা তৃণমূলের কোনও নেতা-মন্ত্রীর কুশপুতুল দাহ করা হত, তখন খোদ আইসি নিজে এসে সেই পুতুল নিয়ে যেতেন । এছাড়াও তিনি চাকরিতে বহাল থাকাকালীন আইসির নামে একাধিক অভিযোগ করা হয় ৷ সম্প্রতি এক নাবালককে হেনস্থা নিয়ে আইসির বিরুদ্ধে পকসো আইনে মামলা হয় মেদিনীপুর আদালতে । সাংবাদিকদের মারধর ও অসভ্য ভাষায় গালিগালাজ-সহ একাধিক অভিযোগ ওঠে ভিন্ন ভিন্ন সময়ে পার্থসারথি পালের বিরুদ্ধে ।

2021 সালে পৌরসভার নির্বাচনে বিরোধী প্রার্থী তো বটেই নির্দল প্রার্থীকেও ঘণ্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রাখা, রাতে ডেকে আনা, অসভ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এই আইসির বিরুদ্ধে । এছাড়াও তৃণমূল সূত্রে খবর, পৌরসভায় শাসকদলের এক হেভিওয়েট নেতাকে পৌরপ্রার্থীকে হারানোর জন্য আইসি নিজে ময়দানে নেমেছিলেন । তাঁকে আটকে রেখে হারিয়েছিলেন তাঁর জেতা সিটটি । সেই নেতা অভিযোগ করেছিলেন দলে কিন্তু কোনও লাভ হয়নি বলে তাঁর দাবি । এরই পরিপ্রেক্ষিতে এতদিন পর সেই কোতোয়ালির আইসি পার্থসারথি পালকে পরিবর্তন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস জেলা ও শহর জুড়ে ।

আইসির বদলির নোটিশ আসতেই একাধিক শাসক বিরোধী মানুষ পোস্ট করতে থাকেন সোশাল মিডিয়ায় । কেউ যেমন ওম শান্তি ওম লিখেছেন ৷ অনেকেই আবার পাপ মুক্ত বলেও উল্লেখ করেছেন তাদের ফেসবুক পেজে । যেমন তৃণমূল পরিচালিত পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটিভ সামলে আসা নির্মাল্য চক্রবর্তী লিখেছেন, পাপ মুক্ত হল মেদিনীপুর ৷ অন্যদিকে প্রাক্তন শাসকদলের কাউন্সিলরের ছেলে বুদ্ধ মণ্ডল লেখেন, একনায়কতন্ত্রের অবসান ৷ প্রসেনজিৎ পাণ্ডবরা লেখেন, ডাস্টবিনে গুমটি উফফফফ কি গরম ওম শান্তি ওম ৷

উল্লেখ্য, আইসি পার্থসারথি পালকে বদলি করা হয়েছে বারুইপুর ডিআইবিতে । তাঁর জায়গায় মেদিনীপুরে কোতোয়ালি আইসির দায়িত্ব পাচ্ছেন আতিবুর রহমান । তাই নতুন আইসিকে পেয়ে স্বভাবতই উচ্ছ্বাসের ঝড় সোশাল সাইটে । বিজেপি মুখপাত্র অরূপ দাস বলেন, "আমরা বহুবার অভিযোগ করেছি এই আইসির বিরুদ্ধে । আজ তাঁর বদলি হতেই বহু মানুষ এগিয়ে এসেছে এবং নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ।" প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে ঠিক এই ভাবেই যখন পুলিশ সুপার ভারতী ঘোষের পরিবর্তন হয় তখন অনেকেই তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছিলেন । আর তখন নিন্দার ঝড় উঠেছিল সোশাল মিডিয়ায় ।

আরও পড়ুন:নাবালককে যৌন নিগ্রহ আইসি-সহ 2 পুলিশকর্মীর, অভিযোগ দায়ের মেদিনীপুর আদালতে

ABOUT THE AUTHOR

...view details