পশ্চিমবঙ্গ

west bengal

IIT Kharagpur Campusing: আইআইটি খড়গপুরের ক্যাম্পাসিংয়ে বার্ষিক কোটি টাকার চাকরির প্রস্তাব !

By

Published : Dec 3, 2022, 11:24 AM IST

IIT Kharagpur Campusing Students Get Job Offers Over Two Crores Rupees Per Annum
IIT Kharagpur Campusing Students Get Job Offers Over Two Crores Rupees Per Annum

আইআইটি খড়গপুরের ক্যাম্পাসিংয়ে (IIT Kharagpur Campusing) পড়ুয়াদের বার্ষিক কোটি টাকার চাকরির প্রস্তাব দিল বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা (Students Get Job Offers Over Two Crores Rupees Per Annum) ৷ সেখানে একজনকে সর্বাধিক 2 কোটো 60 লক্ষ টাকা বার্ষিক বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে ৷

খড়গপুর, 3 ডিসেম্বর: 1 ডিসেম্বর আইআইটি খড়গপুরে শুরু হয়েছে ক্যাম্পাসিং (IIT Kharagpur Campusing) ৷ প্রথম দিনেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার থেকে বার্ষিক কোটি টাকা বেতনের চাকরির অফার পেলেন 2 পড়ুয়া (Students Get Job Offers Over Two Crores Rupees Per Annum) ৷ সর্বোচ্চ 2 কোটি 60 লক্ষ টাকার বার্ষিক বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন একজন ৷

আইআইটি খড়গপুরের পড়ুয়ারা প্রথমদিনের ক্যাম্পাসিংয়ে সব মিলিয়ে 760টি সংস্থার থেকে প্রি-প্লেসমেন্ট অফার পেয়েছেন বলে জানা গিয়েছে ৷ যেখানে গত বৃহস্পতিবার 16টি আন্তর্জাতিক সংস্থার থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন বেশ কয়েকজন ৷ যার মধ্যে দু’জনে বছরে কোটি টাকার বেতনে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে ৷ যার মধ্যে একজন পড়ুয়া 2 কোটি 60 লক্ষ টাকার বার্ষিক বেতনের প্রস্তাব পেয়েছেন একটি আন্তর্জাতিক সংস্থার তরফে ৷ পাশাপাশি, 800-র বেশি ইন্টার্নশিপের অফার পেয়েছেন আইআইটি খড়গপুরের পড়ুয়ারা ৷

আরও পড়ুন:খড়গপুর আইআইটি'তে ছাত্র মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিপোর্ট জমা

মূলত, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, অ্যানালিটিক্স, কনসাল্টিং, ফিন্যান্স অ্য়ান্ড ব্যাংকিং ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে খড়গপুর আইআইটি’র ক্যাম্পাসিংয়ে ৷ আইআইটি’র ক্যাম্পাসিংয়ে অ্যাপেল, এয়ারবাস, আলফাগ্রেপ, ক্যাপিটাল ওয়ান, এক্সএল সার্ভিসেস, গুগল, গ্র্যাভিটন, মাইক্রোসফ্ট, রুব্রিক, স্কোয়ার পয়েন্ট-সহ মোট 34টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে ৷ যে সংস্থারগুলির অধিকাংশ থেকে বহু পড়ুয়া প্রি-প্লেসমেন্ট অফার পেয়েছেন ৷ ক্যাম্পাসিংয়ে একসঙ্গে এতজনের প্লেসমেন্ট অফারে খুশি আইআইটি খড়গপুরের কেরিয়ার ডেভলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান এ রাজকুমার ৷ ক্যাম্পাসিংয়ে অংশ নেওয়া সব সংস্থাগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details