পশ্চিমবঙ্গ

west bengal

Vishwakarma Puja: বিশ্বকর্মার হাতে চন্দ্রযান-3! ইসরোর সাফল্য উদযাপনে তাক লাগালেন দাসপুরের মৃৎশিল্পী

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 10:55 PM IST

বিশ্বকর্মার হাতে চন্দ্রযান-3 ৷ শিল্পের দেবতার পুজোতে প্রতিমাতে অভিনবত্ব আনলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মৃৎশিল্পী দীপক মাইতি ৷ যা দেখে মুগ্ধ এলাকাবাসীরা ৷

biswakarma
বিশ্বকর্মা প্রতিমার থিমে চন্দ্রযান-3 র সাফল্য

বিশ্বকর্মা প্রতিমার থিমে চন্দ্রযান-3 র সাফল্য

দাসপুর, 16 সেপ্টেম্বর: শাস্ত্র মতে, বিশ্বকর্মা লোহা বা শিল্পের দেবতা ৷ তাই বিভিন্ন শিল্প তালুকে এই দেবতার পুজো বেশ ধুমধাম করেই হয় ৷ তাই এবার বিশ্বকর্মা পুজোতে ধরা পড়েছে চন্দ্রযানের সাফল্য ৷ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের শিল্পীর শৈল্পিক দৃষ্টিভঙ্গি নজর কেড়েছে ক্রেতাদের । পুজোর আগে এই থিমে বিশ্বকর্মা প্রতিমার চাহিদা বেশ ভালোই ৷

মৃৎশিল্পী দীপক মাইতি নিজের হাতে তৈরি করেছেেন বিশ্বকর্মা প্রতিমা ৷ তার সঙ্গে তুলে ধরেছেন চন্দ্রযান-৩-র প্রতিকৃতি। পৃথিবীর উপর দাঁড়িয়ে রয়েছেন বিশ্বকর্মা ও তাঁর বাহন। প্রতিমার হাতে ইসরোর LVM3-M4 রকেট, যার সফল উৎক্ষেপনের ফলে চাঁদে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-3-র বিক্রম ল্যান্ডার ও রোভার প্রজ্ঞান।

ভারতীয় বিজ্ঞানী গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-3 র সফল উৎক্ষেপণ ও চাঁদের মাটিতে সফল অবতরণের দৃশ্য দেখে উদ্ভুদ্ধ হন মৃৎশিল্পী দীপক ৷ তিনি বলেন, "চন্দ্রযান-3 র সাফল্য আমাদের কাছে গর্বের ৷ এটা দেশের কাছে গর্বের বিষয় ৷ তাই সেই চিন্তাভাবনাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে প্রতিমা তৈরির মাধ্যমে ৷"

দীপকের কাকা বাসুদেব মাইতি ভাইপোর এই কাজে ভীষণ খুশি ৷ তিনি বলেন, "দীপকের ঠোঁটটা কাটার জন্য ও ঠিক মতো কথা বলতে পারে না ৷ স্পষ্ট উচ্চারণ হয় না ৷ তবে ওর কাজের গুণ গাইতেই হয় ৷ প্রায় পাঁচ-চয বছর ধরে প্রতিমা গড়ার কাজের সঙ্গে দীপক যুক্ত ৷ ওর কাজ দেখে মুগ্ধ হতে হয় ৷"

আরও পড়ুন: অরণ্য ভবনে খুলছে সেন্ট্রাল কন্ট্রোল রুম, সবুজ রক্ষায় চলবে কড়া নজরদারি

চলতি বছর 14 জুলাই শ্রীহরিকোটা থেকে সফলভাবে চাঁদে পাড়ি দিয়ে ছিল ইসরোর চন্দ্রযান-3 ৷ সফল ভাবে চাঁদের মাটি ছুঁয়েছিল 23 অগস্ট। ভারত প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে। ভারতীয় বিজ্ঞানীদের সেই সাফল্যর ছবি তুলে ধরে তাক লাগিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বাসিন্দা মৃৎশিল্পী দীপক মাইতি। কাঠামোর উপর মাটি ও রং দিয়ে চন্দ্রযান-3 এর প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন দীপক মাইতি। যা ইতিমধ্যে নজর কেড়েছে দাসপুরবাসীর।

ABOUT THE AUTHOR

...view details