ETV Bharat / state

Forest Department: অরণ্য ভবনে খুলছে সেন্ট্রাল কন্ট্রোল রুম, সবুজ রক্ষায় চলবে কড়া নজরদারি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 5:55 PM IST

Forest Department
বনদফতর

Central Control Room: সোমবার থেকে অরণ্য ভবনে খুলছে সেন্ট্রাল কন্ট্রোল রুম ৷ এবার রাজ্যের সবুজ রক্ষায় আরও কড়া বনদফতর ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর: অরণ্য সম্পদ রক্ষায় এবার আরও তৎপর রাজ্য বন দফতর । রাজ্যের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালাতে চালু করা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোল রুম । থাকছে টোল ফ্রি নাম্বার । এই টোল-ফ্রি নাম্বারটি হল 1800 345 3418, এর মাধ্যমে অভিযোগ দায়ের করা যাবে । মূলত, গাছ কাটা, বনজাত পণ্যের অবৈধ পরিবহণ, বোল্ডার/বেড উপকরণ নিষ্কাশন, বন্যপ্রাণী/বন্যপ্রাণ সংক্রান্ত সামগ্রীর ব্যবসা, মানুষ-বন্যপ্রাণী সংঘর্ষ প্রভৃতির অভিযোগ দায়ের করা যাবে এই টোল-ফ্রি নাম্বারে । প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা অবধি এটি খোলা থাকবে ।

সূত্রের দাবি, পশ্চিমবঙ্গ বনবিভাগের সদর দফতর অর্থাৎ অরণ্য ভবন, কলকাতা এবং অন্যান্য জেলা অফিসগুলিতে কন্ট্রোল রুমের আবশ্যকতা দেখা দিয়েছে । এমন একটি কন্ট্রোল রুমের ব্যবস্থাপনা থাকলে বিভিন্ন এলাকায় ঘটা বনাঞ্চল সংক্রান্ত অপরাধ যেমন, গাছ কাটা, বনজাত পণ্যের অবৈধ পরিবহণ, বোল্ডার/বেড উপকরণ নিষ্কাশন, বন্যপ্রাণী/বন্যপ্রাণ সংক্রান্ত সামগ্রীর ব্যবসা, মানুষ-বন্যপ্রাণী সংঘর্ষ প্রভৃতির অভিযোগ দায়ের করা সহজে সম্ভব হবে । এই উদ্দেশেই অরণ্য ভবন কলকাতায় খুলতে চলেছে একটি সেন্ট্রাল কন্ট্রোল রুম । যেখানে প্রাথমিকভাবে টোল-ফ্রি নম্বর 1800 345 3418 –এর মাধ্যমে অভিযোগ দায়ের করা যাবে । শীঘ্রই এমনই আরও কিছু নাম্বার কার্যকরী করা হবে । অরণ্য ভবনে অবস্থিত এই সেন্ট্রাল কন্ট্রোল রুমটি আগামী 18 সেপ্টেম্বর থেকে কার্যকরী হতে চলেছে ৷

Central Control Room
অরণ্য ভবনে খুলছে সেন্ট্রাল কন্ট্রোল রুম

নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, বনসম্পদ রক্ষায় একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে । বিভিন্ন সময় বন দফতর নানান সাফল্য পেয়েছে । স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে । সুন্দরবনকে সাজাতে অরণ্য সম্পদ বৃদ্ধিতে 2020-21 সালে, দক্ষিণ 24 পরগনা জেলায় 2 হাজার 500 হেক্টর জমিতে 5 কোটিরও বেশি ম্যানগ্রোভ প্রোপাগুল রোপণ করা হয়েছে । 2021-22 সালে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি উপকূলীয় জেলায় 15 কোটি ম্যানগ্রোভ এবং সংশ্লিষ্ট প্রজাতির চারা লাগানো হয়েছে ।

Central Control Room
সবুজ রক্ষায় চলবে কড়া নজরদারি

আরও পড়ুন: বনবিভাগকে সাজাতে রাজ্যকে 650 কোটি টাকা অনুদান জাপানি সংস্থার

ওই আধিকারিকের কথায়, সুন্দরবনের উৎকৃষ্ট গুণমানের মধু 'বনফুল' সম্প্রতি নিউ দিল্লিতে সংঘটিত জি টোয়েন্টি কনফারেন্সে পৌঁছে গিয়েছে । এই মধুটিকে বাজারজাত করবার দায়িত্বে ছিল দক্ষিণ 24 পরগনার বনবিভাগের যৌথ বন পরিচালন কমিটি । অবশেষে সেটি জি টোয়েন্টি কনফারেন্সে উপস্থিত রাষ্ট্রনায়ক ও প্রতিনিধিদের হাতে পৌঁছে যায় । পশ্চিমবঙ্গ বফতর এবং সেই প্রত্যেকটি মানুষ যাঁরা সুন্দরবনের সঙ্গে যুক্ত, তাঁদের কাছে এটি অত্যন্ত গর্বের বিষয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.