পশ্চিমবঙ্গ

west bengal

জামুড়িয়ায় 23টি স্কুলে কোয়ারানটিন সেন্টার তৈরির বিরোধিতা করে বিক্ষোভ স্থানীয়দের

By

Published : May 29, 2020, 9:04 AM IST

জামুড়িয়ার বোগড়া বিবেকানন্দ মিশন হাই স্কুলকে কোয়ারানটিন সেন্টার তৈরির প্রস্তাবের বিরোধিতা করে স্থানীয় বাসিন্দারা অনশনে বসেন । প্রশাসনিক আধিকারিককে ঘিরে বিক্ষোভ চলে স্থানীয় বাসিন্দাদের । মূলত বসতির কাছেই এই কোয়ারানটিন সেন্টার বলে আপত্তি জানান তাঁরা ।

asansol
asansol

জামুড়িয়া , 29মে : জামুড়িয়ায় বোরো চেয়ারম্যানকে ঘিরে গতরাতে বিক্ষোভ দেখান স্থানীয়রা । 23টি স্কুলে কোয়ারানটিন সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন । তার বিরোধিতা করেন স্থানীয়রা । বচসা বাধে । প্রশাসনের আধিকারিকদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি চলে । ঘটনাস্থানে জামুরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।


জামুড়িয়ার 23টি স্কুলকে প্রশাসনের তরফে কোয়ারানটিন সেন্টার বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে । এই উদ্যোগের বিরোধিতা করেন স্থানীয়রা । তাঁদের দাবি বেশিরভাগ স্কুলকে কোয়ারানটিন সেন্টার করলে সংক্রমণ বাড়বে ।


জামুড়িয়ার বোগড়া বিবেকানন্দ মিশন হাই স্কুলকে কোয়ারানটিন সেন্টার তৈরির প্রস্তাবের বিরোধিতা করে স্থানীয় বাসিন্দারা অনশনে বসেন । প্রশাসনিক আধিকারিককে ঘিরে বিক্ষোভ চলে স্থানীয় বাসিন্দাদের । মূলত বসতির কাছেই এই কোয়ারানটিন সেন্টার বলে আপত্তি জানান তাঁরা ।


স্থানীয় বাসিন্দারা গীতা বাউরি বলেন, “জামুড়িয়ায় একাধিক স্কুলে কোয়ারানটিন সেন্টার তৈরি করলে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাবে । আমাদের বসতির পাশেই প্রশাসনের পক্ষ থেকে কোয়ারানটিন সেন্টার তৈরি করছে । জনবসতি পাশে কোয়ারানটিন সেন্টার হলেই কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়বে ।”


জামুরিয়া বোরো চেয়ারম্যান শেখ শানদার এই বিষয়ে বলেন, “রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী জামুড়িয়ার 23টি স্কুলে কোয়ারানটিন সেন্টার তৈরি করা হচ্ছে ।”

ABOUT THE AUTHOR

...view details