পশ্চিমবঙ্গ

west bengal

Jitendra Tiwari: ‘আমার পিছনে কেন টাকা খরচ ?’ হাইকোর্টের রায়ের পর রাজ্যকে কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারির

By

Published : Oct 12, 2022, 8:27 PM IST

Updated : Oct 12, 2022, 10:06 PM IST

কয়লাপাচার কাণ্ডে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্বস্তি পেয়েই রাজ্য সরকারকে নিশানা করলেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) ৷ কটাক্ষের সুরে প্রশ্ন, কেন তাঁর পিছনে অকারণ সাধারণ মানুষের টাকা খরচ করছে রাজ্য সরকার (Jitendra Tiwari Criticises State Government) ৷

jitendra-tiwari-criticises-state-government-on-coal-smuggling-case
Jitendra Tiwari Criticises State Government on Coal Smuggling Case

আসানসোল, 12 অক্টোবর: গতকাল কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তি পয়েছেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) ৷ হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রেখে সিআইডি তদন্তের আর্জি খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ বুধবার আদালত জানিয়ে দেয়, কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) সিবিআই তদন্ত করছে ৷ তাই সিআইডি’র তদন্তের দরকার নেই ৷ ফলে, সিআইডি (CID) যে সাক্ষী হিসেবে জিতেন্দ্র তিওয়ারিকে তলব করেছিল, তাতে স্বস্তি মিলল জিতেন্দ্র’র। আর এই রায়ের পরেই, জিতেন্দ্র’র কটাক্ষ (Jitendra Tiwari Criticises State Government), ‘‘আমার পিছনে কেন টাকা খরচ করছে রাজ্য সরকার ?’’

2020 সালের 27 নভেম্বর থেকে সিবিআই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কয়লাচুরি ও পাচার মামলার তদন্ত করছে ৷ অন্যদিকে, সম্প্রতি রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি আসানসোল ও দুর্গাপুরে কয়লা চুরির সাতটি মামলায় তদন্ত শুরু করেছে ৷ এই তদন্তে নেমে ইতিমধ্যেই দুই বড় ব্যবসায়ী-সহ বেশ কয়েকজনকে সিআইডি গ্রেফতারও করেছে ৷ তারপরেই সিআইডি জিতেন্দ্র তিওয়ারি-সহ একাধিক বিজেপি নেতাকেও ডেকে পাঠায় কয়লাপাচার মামলায় সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য ৷

সিআইডি’র এই তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ তবে, তিনি জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি দফতরে যাননি ৷ বরং, সেই তলবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা করেন তিনি ৷ সিঙ্গল বেঞ্চ রায় দেয় জিতেন্দ্র’র পক্ষে ৷ জানানো হয়, সিবিআই যখন তদন্ত করছে, তখন সিআইডি’র তদন্তের কোনও প্রয়োজন নেই ৷ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে, রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় ৷ গতকাল ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে ৷

হাইকোর্টের রায়ের পর রাজ্যকে কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারির

আরও পড়ুন:কয়লাপাচার কাণ্ডে স্বস্তি জিতেন্দ্রর, ডিভিশন বেঞ্চেও খারিজ সিআইডি তদন্তের আর্জি

মঙ্গলবারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর, এ দিন জিতেন্দ্র তিওয়ারি বলেন, এইভাবে আমার পিছনে সরকারের অর্থ খরচ করে কী লাভ ? এই অর্থ তো তৃণমূল কংগ্রেসের নয় ৷ আমার পিছনে এইভাবে অর্থ খরচ না-করে, রাজ্য সরকারের যদি টাকা থাকে, তাহলে সেই টাকা আসানসোলের উন্নয়নের জন্য পাঠাক ৷ এখানকার মানুষজন পানীয় জল পাচ্ছেন না ৷ রাস্তাঘাট সংস্কার করা হচ্ছে না ৷ আসানসোল পৌরনিগম চালানো যাচ্ছে না ৷’’

Last Updated :Oct 12, 2022, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details