পশ্চিমবঙ্গ

west bengal

Dilip Ghosh: ভবানীপুরের উপনির্বাচন নিয়ে কমিশনকে তুলোধোনা দিলীপের

By

Published : Sep 5, 2021, 7:15 PM IST

ভবানীপুরের উপনির্বাচনের (Bhawanipur By-election) দিন ঘোষণার পর কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তুলোধোনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

dilip-ghosh-criticised-central-election-commission-over-bhawanipur-by-election-decision
ভবানীপুরের উপনির্বাচন নিয়ে কমিশনকে তুলোধোনা দিলীপের

দুর্গাপুর, 5 সেপ্টেম্বর:ভবানীপুরেউপনির্বাচনের দিন (Bhawanipur By-election) ঘোষণা করায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (Central Election Commission) উপর অসন্তুষ্ট বিজেপি (BJP)। দুর্গাপুর থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কটাক্ষ, নির্বাচন কমিশন বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধায়ক করে দিতে হবে, তা না-হলে নাকি বাংলা চলবে না ।

2021 বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের প্রশংসা করত বিজেপি । তবে উপনির্বাচনের আগে তাদের সুর পাল্টাল । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার প্রশ্ন তোলেন, সংবিধানকে এত হালকা মনে করা হচ্ছে কেন ? তাঁর কথায়, তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন ৷ উত্তরাখণ্ডেও মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন ৷ সেখানে তো তাদের সরকার পড়ে যায়নি ! এ রাজ্যের সঙ্কটটা আসলে তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

আরও পড়ুন:Mamata Banerjee : ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণায় মমতার উত্তরবঙ্গ সফর বাতিল

শনিবারই রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ তবে, শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রেই উপনির্বাচনের দিন ঘোষণা করে কমিশন ৷ 30 সেপ্টেম্বর উপনির্বাচনের দিন নির্ধারিত করা হয়েছে ৷ ফল ঘোষণা হবে 3 অক্টোবর ৷ করোনাকালে একমাত্র ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন । যদিও এর পিছনে কারণ হিসাবে সাংবিধানিক সংকটকেই তুলে ধরেছে কমিশন । এই ঘোষণাতেই ক্ষুব্ধ রাজ্য বিজেপি ৷ দিলীপ ঘোষের যুক্তি, রাজ্যে যেখানে করোনার জন্য লোকাল ট্রেন চলছে না, নাইট কার্ফু চলছে, সেখানে কী করে উপনির্বাচনের অনুমতি দিল কমিশন ?

আরও পড়ুন :Election : 30 সেপ্টেম্বর ভবানীপুর-সহ রাজ্যের 3 আসনে ভোট, গণনা 3 অক্টোবর

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে বলতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে মারা হয়েছিল ৷ অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না । রাজ্যে সিবিআই আসার পরেই দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে সারা রাজ্যের তাবড় নেতাদের । দিলীপের কথায়, "আমি বীরভূমে ছিলাম ৷ যে পুলিশ অফিসাররা আমাদের দেখতে পাচ্ছিলেন না, তাঁরাই এখন রাস্তায় শুয়ে মৃতদেহের তদন্ত করছে ।"

আরও পড়ুন :By-Election : উপনির্বাচনকে স্বাগত তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের, সতর্ক প্রতিক্রিয়া বিজেপির

দুর্গাপুরে রবিবার বিধায়ক কাপ অনুষ্ঠিত হয় । এ দিন সেখানে উপস্থিত হন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ঘড়ুই, বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব ।

আরও পড়ুন :Calcutta High Court : কলকাতা হাইকোর্টে 10 নতুন বিচারপতি নিয়োগের সুপারিশ সুপ্রিম কোর্ট কলেজিয়ামের

ABOUT THE AUTHOR

...view details