ETV Bharat / state

Election : 30 সেপ্টেম্বর ভবানীপুর-সহ রাজ্যের 3 আসনে ভোট, গণনা 3 অক্টোবর

author img

By

Published : Sep 4, 2021, 1:22 PM IST

Updated : Sep 4, 2021, 3:17 PM IST

উপনির্বাচন সংক্রান্ত একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন ৷ বিবৃতিতে জানানো হয়েছে, 6 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হবে ৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 13 সেপ্টেম্বর ৷ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন 16 সেপ্টেম্বর ৷

By-Election
By-Election

কলকাতা, 4 সেপ্টেম্বর : অবশেষে রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ তবে, শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ 30 সেপ্টেম্বর উপনির্বাচনের দিন নির্ধারিত করা হয়েছে ৷ অন্যদিকে, ওইদিনই নির্বাচন হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ৷ ভোটগ্রহণের আগেই ওই দুই কেন্দ্রের প্রার্থী মারা যান ৷ এই তিন কেন্দ্রেরই ফল ঘোষণা হবে 3 অক্টোবর ৷

আজ এই সংক্রান্ত একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন ৷ বিবৃতিতে জানানো হয়েছে, 6 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হবে ৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 13 সেপ্টেম্বর ৷ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন 16 সেপ্টেম্বর ৷

সাত কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে ৷ যদিও, এই সাত কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে দুটি কেন্দ্রে নির্বাচন হবে ৷ কারণ, ভোটগ্রহণের আগেই ওই দুই কেন্দ্রের প্রার্থী মারা যান ৷ সেক্ষেত্রে দুই কেন্দ্র উপনির্বাচনের আওতায় পড়ে না ৷ বাকি আরও পাঁচ কেন্দ্রে উপনির্বাচন ৷ এই পাঁচ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ উল্লেখ্য, এবারের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জিততে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেক্ষেত্রে, মুখ্যমন্ত্রী পদে থাকতে গেলে তাঁকে 6 মাসের মধ্যে যেকোনও একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে ৷ তার জন্য আগেই ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷ এই ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে দাঁড়াতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর আজ শুধুমাত্র এই কেন্দ্রেরই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন, Sujan Chakraborty : লোকাল ট্রেন-স্কুল বন্ধ, উপনির্বাচনের পরিবেশ কোথায় ? প্রশ্ন সুজনের

শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আরও কয়েকটি রাজ্যে উপনির্বাচন রয়েছে ৷ তবে করোনা পরিস্থিতির জন্য বাকি থেকে যায় উপনির্বাচন ৷ এখন করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ৷ এমনই দাবি করে তৃণমূল প্রতিনিধিরা বারবার নির্বাচন কমিশনে দ্বারস্থ হয় ৷ উপনির্বাচন করা যাবে কি না, সেই বিষয়ে 30 অগস্টের মধ্যে সব রাজনৈতিক দলগুলির মতামত চায় নির্বাচন কমিশন ৷ এরপরই উপনির্বাচন বাকি থাকা রাজ্যেগুলির মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন ৷ সেখানে এরাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী উপস্থিত ছিলেন ৷ মূলত, তাঁর অনুরোধে ভবানীপুরে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজকের লিখিত বিবৃতিতে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন, Dilip Ghosh : আমরা আপাতত উপনির্বাচন চাইছি না : দিলীপ ঘোষ

বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব জানিয়েছেন, কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে । রাজ্য নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত । রাজ্যের কোনও মন্ত্রী 6 মাসের মধ্যে ভোটে জিতে না এলে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে বলে দাবি করেছেন মুখ্যসচিব । সাংবিধানিক প্রয়োজনীয়তা মেনে রাজ্যের বিশেষ অনুরোধে ভবানীপুরে ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

করোনা পরিস্থিতিতে উপনির্বাচন নিয়ে আগেই সরব হয়েছে বিজেপি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 নভেম্বরের মধ্যে রাজ্যের যে কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে । এহেন পরিস্থিতিতে বিজেপি চাইছিল যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না হয় ৷ তাতে রাজনৈতিকভাবে জয় হবে তাদের । নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা না করায় চাপ বাড়ছিল তৃণমূলেরও ৷ তবে আজকের এই ঘোষণার পর কিছুটা স্বস্তিতে তৃণমূল কংগ্রেস ৷

Last Updated : Sep 4, 2021, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.