পশ্চিমবঙ্গ

west bengal

Agitation by CITU: দলীয় পতাকা ছাড়াই যৌথমঞ্চের সমর্থনে ধর্মঘটে সামিল সিটু

By

Published : Mar 10, 2023, 12:42 PM IST

ডিএ -সহ নিরপেক্ষ ও দুর্নীতি মুক্ত নিয়োগ, রাজ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অস্থায়ী কর্মীদের সমকাজে সমবেতন ও তাদের কাজের নিশ্চয়তার দাবিতেই আজ 24 ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে (CITU Agitation at DSP Gate)৷

Etv Bharat
Etv Bharat

ধর্মঘটকে সমর্থন জানাল সিটু

দুর্গাপুর, 10মার্চ: তিন দফা দাবির ভিত্তিতে রাজ্য সরকারী কর্মচারী ও রাজ্য সরকারের বিভিন্ন স্কুলের শিক্ষক সংগঠনগুলি আজ 24ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে (Government Employees called for 24 hours Strike) । মহার্ঘ ভাতা প্রদান, নিরপেক্ষতা বজায় রেখে দুর্নীতি মুক্তভাবে শূন্য পদে নিয়োগ, রাজ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নিযুক্ত অস্থায়ী কর্মীদের সমকাজে সমবেতন ও তাদের কাজের নিশ্চয়তার দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে শাসকদল বিরোধী সংগঠন যৌথমঞ্চ ৷

রাজ্য সরকারের বিভিন্ন দফতরের এবং বিভিন্ন শিক্ষক সংগঠনগুলিও এক যোগে যৌথমঞ্চ গড়ে তুলে আন্দোলনে সামিল হয়েছেন । যদিও শাসকদলের সংগঠনগুলি এই ধর্মঘটের বিরোধিতা করছে । তবে আজ এই ধর্মঘটের সমর্থনে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার বামপন্থী শ্রমিক সংগঠনগুলিকে কোনও পতাকা ছাড়া ধর্মঘটের সমর্থনে কারখানার গেটের বাইরে স্লোগান দিয়েছে । রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতার যে দাবি, সেই দাবির সমর্থন-সহ তাদের তিন দফা দাবিকে সমর্থন জানিয়েছেন সিটু ও অন্যান্য় বামপন্থী শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ৷ কারখানার গেটের বাইরে স্লোগান দেন এদিন ।

আরও পড়ুন:পরিবহণ কর্মীদের একাধিক দাবি নিয়ে সিটু'র লালবাজার অভিযান

সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, " রাজ্য সরকারের কর্মীরা আজ বঞ্চিত । তাদের প্রতি যে বঞ্চনা সেই বঞ্চনা মেনে নেওয়া যায় না । তাই প্রায় 35 বছর পর রাজ্য সরকারের দফতর ও স্কুল শিক্ষকরা একযোগেই ধর্মঘটে যে ডাক দিয়েছে ৷ আমরা ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে এই ধর্মঘটকে সমর্থন করছি ।" রাজ্য সরকারের কর্মীদেরও জন্য রাষ্ট্রায়াত্ব শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক সংগঠনের কর্মীদের এই রাস্তায় নামাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ । শুক্রবার রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও স্কুল গুলির সঙ্গে যুক্ত শিক্ষকদের যে ধর্মঘটের ডাক সেই ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সংগঠনগুলি ইতিমধ্যেই একজোট হয়েছে । সেই ধর্মঘটকেই এবার সর্বান্তকরণে সমর্থন করতে দেখা গেল রাষ্ট্রায়ত্ত শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের বিভিন্ন সংগঠনগুলিকে । মূলত দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে শুক্রবার এই ধর্মঘটকে সমর্থন করে যে স্লোগান দেন ধর্মঘটের সমর্থকরা ৷

ABOUT THE AUTHOR

...view details