পশ্চিমবঙ্গ

west bengal

Bomb Recovered: আমবাগান থেকে উদ্ধার দু’ব্যাগ বোমা, চাঞ্চল্য সামশেরগঞ্জে

By

Published : Jun 5, 2023, 11:28 AM IST

Updated : Jun 5, 2023, 1:48 PM IST

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার হাউসনগর কৃষি মান্ডি সংলগ্ন এলাকার আমবাগান থেকে উদ্ধার দু’ব্যাগ বোমা ৷ ঘটনাস্থলে উপস্থিত বোম্ব স্কোয়াডের কর্মীরা ৷ নিরাপত্তার স্বার্থে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷

Etv Bharat
আমবাগান থেকে উদ্ধার দু’ব্যাগ বোমা

সামশেরগঞ্জ, 5 জুন:আমবাগান থেকে উদ্ধার দু'ব্যাগ ভরতি বোমা ৷ সোমবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার কৃষি মান্ডি সংলগ্ন এলাকার ঘটনা ৷ পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ ও বোম্ব স্কোয়াডের কর্মীরা ৷

কে বা কারা আমবাগানে বোমাগুলো রেখেছে তা জানতে তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ । দু‘টি ব্যাগে প্রায় 16টি বোমা থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের । এদিকে পঞ্চায়েত ভোটের আগে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় ৷

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হতে শুরু করছে মুর্শিদাবাদ । কার্যত বারুদের স্তূপে পরিণত হচ্ছে মুর্শিদাবাদ। প্রায়দিনই কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র বা বোমা । মাত্র একদিন আগে বেলডাঙা থেকে উদ্ধার হয়েছে 30টি তাজা সকেট বোমা । সেই ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই সামশেরগঞ্জ থেকে আবার বোমা উদ্ধার ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই সমস্ত বিস্ফোরকের বেশিরভাগই আসছে ভিন রাজ্য থেকে।

পুলিশ সূত্রে খবর, শনিবার ও রবিবার দু’দিনে ডোমকল ও নওদা থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, তিনটি ম্যাগাজিন ও ছ’টি কার্তুজ । ঘটনায় গ্রেফতার হয়েছে মোট 4 জন । তদন্তে উঠে এসেছে প্রত্যেকেই বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত ৷ ফলে সবমিলিয়ে পরিস্থিতি যা তাতে পঞ্চায়েত ভোটের আগে জেলায় অস্ত্র মজুতের ঘটনা বাড়ছে ৷

আরও পড়ুন:শাসনে প্রাথমিক স্কুলের সামনে থেকে উদ্ধার ব‍্যাগ ভর্তি বোমা

বারবার এই ধরনের ঘটনা ঘটনায় উদ্বিগ্ন প্রশাসনও। এমতাবস্থায় সুস্থভাবে নির্বাচন করাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। এমনিতেই মুর্শিদাবাদেপর একাধিক নির্বাচন ঘিরে সংঘর্ষের সৃষ্টি হয়েছে অতীতে। তাছাড়া 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যজুড়েই অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। এমতাবস্থায় দীর্ঘদিন ধরেই বিরোধীরা দাবি করে আসছে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট করা সম্ভব নয়।

Last Updated : Jun 5, 2023, 1:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details