ETV Bharat / state

Bombs Recovered: শাসনে প্রাথমিক স্কুলের সামনে থেকে উদ্ধার ব‍্যাগ ভর্তি বোমা

author img

By

Published : May 9, 2023, 10:31 PM IST

উত্তর 24 পরগনার শাসনে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা ৷ প্রাথমিক স্কুলের সামনে থেকে উদ্ধার হেয়েছে এই বোমা ৷ একালায় চাঞ্চল্য ৷

Etv Bharat
উদ্ধার ব‍্যাগ ভর্তি বোমা

শাসন, 9 মে: পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ মঙ্গলবার শাসনে প্রাইমারি স্কুলের সামনে থেকে উদ্ধার হয়েছে ব‍্যাগ ভর্তি তাজা বোমা । বোমা উদ্ধারের খবর চাউর হতেই সর্দারআটি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ ব্যাগের মধ্যে 8টি বোমা ছিল ৷ দুর্ঘটনা ঘটার আগেই বোম্ব ডিসপোজাল স্কোয়াড এসে বোম্বগুলি উদ্ধার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, শাসনে একটি প্রাথমিক স্কুলের সামনে থাকা একটি ব্যাগ থেকে 8টি বোমা উদ্ধার হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, বোমাগুলি নিষ্ক্রিয় করতে বোম্ব স্কোয়াডে খবর দেওয়া হয় ৷ বোম্ব স্কোয়াডের লোকজন এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি দুষ্কৃতীদের কাজ হয়ে থাকতে পারে । কোনও অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে । পাশাপাশি প্রাথমিক স্কুলের সামনে বোমাগুলি কীভাবে এল জানতেও তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : নেই বম্ব স্কোয়াড, হাতে করেই বোমা উদ্ধার শান্তিনিকেতন পুলিশের

স্থানীয় সূত্রে খবর, নির্বাচন এলেই শাসনের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনার মতো দুষ্কৃতীমূলক কাজ বৃদ্ধি পায় ৷ শুধু বোমা নয় এর আগেও আগ্নেয়াস্ত্র, বোমা-বারুদ বাজেয়াপ্ত হয়েছে ৷ নির্বাচনের আগেই এই ধরনের ঘটনার বেশি ঘটতে দেখা যায় ৷ রাজনৈতিক দলগুলি একে অপরের উপর দোষ চাপাতে ব‍্যস্ত হয়ে পড়ে । দিনের পর দিন একই ঘটনার পুনরাবৃত্তি যেন ভবিতব্য হয়ে উঠেছে শাসনের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের ।

ঠিক যেমন মঙ্গলবার তেঘরিয়া প্রাইমারি স্কুলের 100 মিটারের মধ্যে ব্যাগ ভর্তি 8টি বোমা উদ্ধার হয়েছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্কুলের সামনে একটি কালভার্টের নিচে নাইলনের ব‍্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ ব্যাগের কাছে এসে উঁকি মারতেই লক্ষ্য করা যায় ব‍্যাগের মধ্যে তাজা বোমা রাখা রয়েছে । স্থানীয়রা পুলিশে খবর দেন । পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.