পশ্চিমবঙ্গ

west bengal

Five Children Injured In Bomb Blast : বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, মালদায় জখম 5 শিশু

By

Published : Apr 24, 2022, 6:34 PM IST

Updated : Apr 24, 2022, 7:55 PM IST

বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম 5 শিশু ৷ গুরুতর আহত অবস্থায় 2 জন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন (Five Children Injured In Bomb Blast) ৷

Five Children Injured In a Bomb Blast
বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম 5 শিশু

মালদা, 24 এপ্রিল: বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ৷ গুরুতর জখম 5 শিশু ৷ তদের মধ্যে আহত 2 শিশু মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ রবিবার কালিয়াচকের গোলাপগঞ্জের গোপালনগর সংলগ্ন এলাকার ঘটনা । আহত শিশুদের নাম বিক্রম সাহা (8), শুভজিৎ সাহা (9), মিঠুন সাহা (10), সুবল সাহা (6) ও আবদুল রেহান শেখ (8) (Five Children Injured In Bomb Blast)।

বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, মালদায় জখম 5 শিশু

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে গোপালনগর সংলগ্ন এলাকায় নিখিল সাহা নামে এক ব্যক্তির বাড়ির পেছনে কয়েকজন শিশু খেলা করছিল । হঠাৎ সেই সময় বিস্ফোরণের আওয়াজ হয়। বিস্ফোরণে জখম হয় 5 শিশু। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গোলাপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর এক শিশুকে ছেড়ে দেওয়া হলেও, গুরুতর আহত 2 শিশুকে মালদা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকি 2 শিশু গোলাপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ।

আরও পড়ুন:2 Children Injured in a Bomb Blast : বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম 2 শিশু

ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় । পুরো এলাকা ঘিরে তল্লাশি করে পরিত্যক্ত কুয়ো তৈরির সিমেন্টের ছাঁচের ভেতরে দু‘টি জার উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই দুই জারে আরও বোমা থাকতে পারে। পুলিশের পক্ষ থেকে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।

Last Updated :Apr 24, 2022, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details