পশ্চিমবঙ্গ

west bengal

E-Services Malda: পুজোর আগেই নাগরিকদের ই-পরিষেবা উপহার দিতে চলেছে পুরাতন মালদা পৌরসভা

By

Published : Sep 28, 2021, 6:17 PM IST

এবার ই-পরিষেবা চালু করতে চলেছে পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ ৷ আগামী 1 অক্টোবর থেকে এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক বশিষ্ঠ ত্রিবেদী ৷

E-Services Malda
পুজোর আগেই নাগরিকদের ই-পরিষেবা উপহার দিতে চলেছে পুরাতন মালদা পৌরসভা

মালদা, 28 সেপ্টেম্বর: ইংরেজবাজারের মতো এবার নিজেদের এলাকার নাগরিকদের ই-পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল পুরাতন মালদা পৌরসভা। পুজোর আগেই নাগরিকদের সেই পরিষেবা উপহার দিতে চলেছে পৌর কর্তৃপক্ষ। আগামী 1 অক্টোবর থেকে নাগরিকরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স, বিল্ডিং ট্যাক্স প্রদান, মিউটেশন, এমনকি জন্ম-মৃত্যুর শংসাপত্রও পেতে পারবেন। তার জন্য ইতিমধ্যেই পৌরকর্মীরা নাগরিকদের যাবতীয় তথ্য অনলাইনে আপলোড করার কাজ শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে পৌরসভায় চরম ব্যস্ততা শুরু হয়েছে। নয়া প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন নাগরিকরাও।

পুরাতন মালদা পৌরসভার পৌর প্রশাসক বশিষ্ঠ ত্রিবেদী জানিয়েছেন, এই পৌরসভায় আগামী 1 অক্টোবর থেকে ই-পরিষেবা শুরু হবে। তার প্রস্তুতি চলছে। অনলাইন পরিষেবা চালু হলে নাগরিকদের অনেক সুবিধাও হবে। বিভিন্ন কাজে পৌরসভায় আসতে বেশকিছু ওয়ার্ডের মানুষের 50-60 টাকা খরচ হয়ে যায়। যেমন 17-18 নম্বর ওয়ার্ড পৌরভবন থেকে অনেকটাই দূরে। অনলাইন পরিষেবা চালু হলে তাদের আর পৌরসভায় আসতে হবে না। বাড়িতে বসেই তাঁরা নিজেদের বাড়ির ট্যাক্স জমা দিতে পারবেন। মিউটেশন করাতে পারবেন। বাড়ির প্ল্যান পাশ করাতে পারবেন। মোবাইল ব্যবহার করেই তাঁরা এসব সুবিধে পেতে পারবেন। তিনি বলেন, ‘‘আমাদের আশা, এই পরিষেবা চালু হলে আমরা ভালই সাড়া পাব।’’

আরও পড়ুন: ইন্দো-বাংলা সীমান্তে জমিদারবাড়িতে একইসঙ্গে পুজো হয় সোনা ও মাটির দুর্গার

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ক্লিকে পৌর পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছেন। নাগরিকদের কাছে পৌর পরিষেবা সরলীকরণ করার জন্যই তাঁর এই উদ্যোগ। প্রতিটি পৌরসভায় সিঙ্গল উইন্ডো চালু করে এক ক্লিকে ই-ট্রেড লাইসেন্স, লাইসেন্সের রিনিউয়াল, ই-ট্যাক্স পেয়িং ব্যবস্থা, ই-বার্থ ও ডেথ সার্টিফিকেট সহ বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য রাজ্যের প্রশাসনিক প্রধানের। মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তকে এবার মান্যতা দিতে চলেছে পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ।

ABOUT THE AUTHOR

...view details