পশ্চিমবঙ্গ

west bengal

Woman Body Recovered: কন্যাসন্তান জন্মানোর পর রহস্যমৃত্যু মায়ের, শহরের হাসপাতালে রক্তাক্ত দেহ উদ্ধার

By

Published : Oct 31, 2022, 1:21 PM IST

Updated : Oct 31, 2022, 3:21 PM IST

Woman dies mysteriously after daughter birth, body recovered from National Medical College
কন্যাসন্তান জন্মের পর রহস্যমৃত্যু মায়ের, শহরের হাসপাতালে রক্তাক্ত দেহ উদ্ধার

কন্যাসন্তান জন্মের পর এক মায়ের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল ন্যাশনাল মেডিক্যাল কলেজে (National Medical College)৷ হাসপাতাল থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার রক্তাক্ত দেহ ৷

কলকাতা, 31 অক্টোবর: কন্যাসন্তান জন্মের পর শহরে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক মহিলার (Mother's mysterious death)৷ তাঁর রক্তাক্ত দেহ উদ্ধারের পর তীব্র চাঞ্চল্য ছড়াল ন্যাশনাল মেডিক্যাল কলেজে (National Medical College)৷ হাসপাতালের ওয়ার্ডের বাইরে থেকে উদ্ধার হয় ওই মহিলার রক্তাক্ত দেহ (Woman Body Recovered)। দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে । জানা গিয়েছে, গতকাল থেকে ওই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । কীভাবে এই ঘটনা ঘটল হাসপাতাল চত্বরে, তা নিয়ে উঠেছে প্রশ্ন (Woman dies mysteriously)।

কন্যাসন্তান প্রসবের পাঁচ দিন পর প্রসূতির ভয়ংকর পরিণতির সাক্ষী থাকল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে । হাসপাতালের স্ত্রী-রোগ বিভাগের পিছন থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয় । হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যাচ্ছে, বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই গৃহবধূ । সেদিন‌ই সন্ধ্যায় কন্যাসন্তান প্রসব করেন তিনি । জানা গিয়েছে, তাঁর নাম আছিয়া বিবি ৷ তিনি সন্দেশখালির বাসিন্দা ৷

পরিবারের অভিযোগ, আচমকাই রবিবার দুপুর থেকে নিখোঁজ হয়ে যান গৃহবধূ । হাসপাতালে ভিজিটিং আওয়ার্সে গিয়ে তাঁর দেখা পাননি পরিবারের সদস্যরা । পরিজনদের দাবি, রবিবারই হাসপাতাল কর্তৃপক্ষ ও ন্যাশনালের পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা । কিন্তু কোনও লাভ হয়নি । ওই গৃহবধূকে খোঁজার জন্য কোন‌ও চেষ্টা করা হয়নি বলে অভিযোগ ।

আরও পড়ুন:মোরবি ব্রিজ দুর্ঘটনায় প্রাণে বেঁচেও অনাথ হয়ে গেল 4 বছরের জিয়াংশ

সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ স্ত্রী-রোগ বিভাগের পিছন থেকে গৃহবধূর দেহ উদ্ধার হয় । প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই গৃহবধূর হাত পিছমোড়া করে বাঁধা ছিল । মাথা ফেটে গিয়েছিল । কান ও হাতের একাধিক জায়গায় মাংস খুবলে নেওয়ার চিহ্নও রয়েছে । রোগিণীর পরিজনরা মনে করছেন, কুকুর, বিড়াল আঁচড়ে খেয়েছে মৃতার শরীর ! ওয়ার্ডেই রোগিণীকে মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ।

পরিজনদের প্রশ্ন, রবিবার‌ই শৌচাগারে কেন খোঁজ করা হল না ? শৌচাগারের পিছনের জায়গায় দেহ এল কীভাবে ? কাল থেকে নিখোঁজ থাকার পর আজ সকাল সাড়ে দশটার সময় কেন দেহ উদ্ধার হল ? সংবাদমাধ্যম পৌঁছনোর পর দুপুর 12টা নাগাদ দেহ উদ্ধারস্থল পুলিশের তরফে ঘিরে ফেলা হয় । গোটা বিষয়টি আপাতত খতিয়ে দেখছে ফাঁড়ির পুলিশ । ঘটনাস্থলে রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা । দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

Last Updated :Oct 31, 2022, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details