Morbi Bridge Collapse: মোরবি ব্রিজ দুর্ঘটনায় প্রাণে বেঁচেও অনাথ হয়ে গেল 4 বছরের জিয়াংশ

author img

By

Published : Oct 31, 2022, 1:47 PM IST

Four Year Old Left Orphans As His Parent Die in Morbi Bridge Collapse
Four Year Old Left Orphans As His Parent Die in Morbi Bridge Collapse ()

মোরবির মাচ্ছু নদীতে (Machchhu River) ব্রিজ দুর্ঘটনায় (Morbi Bridge Collapse) প্রাণে বেঁচে গিয়েছে জিয়াংশ নামে 4 বছরের এক শিশু ৷ কিন্তু, তার বাবা-মা মারা গিয়েছেন ৷

মোরবি, 31 অক্টোবর: গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীতে ঝুলন্ত ব্রিজ ভেঙে 140 জনের বেশি মারা গিয়েছেন (Morbi Bridge Collapse) ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় 4 বছরের এক শিশু প্রাণে বেঁচে গিয়েছে ৷ তবে, পরিবারের বিশেষত, তার মা-বাবা কেউ বেঁচে নেই ৷ স্বাভাবিকভাবেই মাত্র 4 বছর বয়সেই অনাথ মোরবি শহরের উমা টাউনশিপের বাসিন্দা এই শিশুটি ৷ তার নাম জিয়াংশ ৷ বাবা হার্দিক ফালদু এবং মা মিরালবেন মাচ্ছু নদীর (Machchhu River) উপরে পায়ে হাঁটা ওই ব্রিজ ভেঙে মারা গিয়েছেন ৷

হার্দিক এবং তাঁর তুতো ভাই হর্ষল জালাভাদিয়া তাঁদের পরিবার নিয়ে রবিবার সন্ধ্যেয় ওই ব্রিজে ঘুরে যান ৷ সেখানে দুর্ঘটনায় হার্দিক ও তাঁর স্ত্রী এবং হর্ষলের স্ত্রী মারা যান ৷ কেবল হর্ষল জালাভাদিয়া এবং হার্দিকের ছেলে জিয়াংশ ফালদু (Jiyansh Faldu) প্রাণে বাঁচেন ৷ তাঁরা দু’জনেই আহত অবস্থায় হাসপাতালে ভরতি ৷ এই পরিস্থিতিতে জিয়াংশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে সংশয় আছে ৷ জানা গিয়েছে, জিয়াংশরা আসলে হালভাদের বাসিন্দা ৷ তাঁর বাবা হার্দিকের পৈতৃক বাড়ি হালভাদে ৷

প্রসঙ্গত, মোরবিতে এই ব্রিজ দুর্ঘটনায় এখনও পর্যন্ত 142 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ সেখানে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ রবিবার সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে ৷ অভিযোগ উঠেছে, ওই ব্রিজের সর্বোচ্চ ভাড় ক্ষমতার থেকে বেশি লোকজন উঠেছিল ৷

আরও পড়ুন: ‘আমার মন পড়ে মোরবিতে’, জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

পাশাপাশি, একাধিক মোবাইল ফুটেজ এবং সিসিটিভি-তে দেখা গিয়েছে, মাঝখানে অনেকে ইচ্ছাকৃতভাবে ব্রিজটিকে দোলা দিচ্ছিলেন ৷ ফলে অতিরিক্ত ভার রাখতে না পেরে ব্রিজটি ভেঙে পড়ে ৷ ঘটনায় ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে গুজরাত প্রশাসন ৷ জানা গিয়েছে, গত 7 মাস ধরে প্রায় 150 বছরের পুরনো এই ব্রিজটি বন্ধ ছিল মেরামতির জন্য ৷ দিন চারেক আগেই সেটি সাধারণের জন্য খুলে দেওয়া হয় ৷ তবে, ব্রিজটির পরিস্থিতি কেমন ছিল তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ? এই ঘটনায় তদন্তের জন্য গুজরাত সরকার 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.