পশ্চিমবঙ্গ

west bengal

U19 Bengal Girls will be Feted: রিচা, তিতাস ও হৃষিতাকে পুরস্কৃত করবে রাজ্য সরকার

By

Published : Jan 30, 2023, 7:06 PM IST

রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতা বসুকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার (U19 Bengal Girls to be Feted) ৷ আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷

U19 Bengal Girls to be Feted ETV BHARAT
U19 Bengal Girls to be Feted

কলকাতা, 30 জানুয়ারি: অনূর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছে ভারতের মেয়েরা ৷ সেই দলের প্রথম একাদশের সদস্য ছিলেন বাংলার রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতা বসু (WB Government to Felicitate Bengal Girls from India U19 Womens Squad) ৷ বাংলার তিন মেয়েকে বিশ্বজয়ের জন্য পুরস্কৃৃত করবে রাজ্য সরকার ৷ আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে এমনটাই জানালেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ক্রীড়া দফতরের তরফে ৷ উল্লেখ্য, বাংলার তিন মেয়েকে আগেই অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

অনূর্ধ্ব-19 মহিলা ক্রিকেট দলের বাঙালি কোচ রাজীব দত্তকেও পুরস্কৃত করবে রাজ্য সরকার ৷ জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে রিচা, তিতাস, হৃষিতা এবং বোলিং কোচ রাজীব দত্তকে 5 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করবে ক্রীড়া দফতর ৷ পাশাপাশি, তাঁরা রাজ্যে ফেরার ফিরলে সকলকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার ৷ উল্লেখ্য, রবিবার ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে 7টা নাগাদ দক্ষিণ আফ্রিকার মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতারা ৷

অনূর্ধ্ব-19 ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন ছিলেন শেফালি ভার্মা ৷ তাঁর নেতৃত্বে ভারত এই টুর্নামেন্টে শুরু থেকেই দাপটের সঙ্গে পারফর্ম করে এসেছে ৷ শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা সফল হননি ৷ তবে, বাকি সব ম্যাচে দাপট দেখান শেফালিরা ৷ ফাইনালেও সেই দাপট বজায় রেখেছিলেন ভারতের মেয়েরা ৷ মাত্র 68 রানে ইংল্যান্ড অনূর্ধ্ব-19 মহিলা ব্রিগেডকে অল-আউট করেন তিতাস-সাধুরা ৷

এই ম্যাচে তিতাসের বোলিং অ্যাভারেজ ছিল অসাধারণ ৷ 4 ওভারে 6 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ তিনি ম্যাচের সেরা ঘোষিত হন ৷ পাশাপাশি, অর্চনা দেবী এবং পর্শভী চোপড়া 2টি করে উইকেট পেয়েছেন ৷ 1টি করে উইকেট নিয়েছেন মন্নত কাশ্যপ, শেফালি ভার্মা এবং সোনাম যাদব ৷ ভারতীয় বোলারদের পাশাপাশি, ব্যাটাররাও এদিন দাপট দেখিয়েছেন মাঠে ৷

আরও পড়ুন:অনূর্ধ্ব-19 বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য বালটিকুরির হৃষিতা, খুশির জোয়ার পরিবারে

টুর্নামেন্টে ভারতের সেরা ব্যাটার শ্বেতা সেরাওয়াত রবিবারের ম্যাচে মাত্র 5 রানে আউট হয়ে যান ৷ অধিনায়ক শেফালি 11 বলে 15 রান করে প্যাভিলিয়নে ফেরেন ৷ এর পর তৃতীয় উইকেটে সৌম্য তিওয়ারি (24 রানে অপরাজিত) এবং গন্ডাই তৃষা (24) 46 রানের পার্টনারশিপ করেন ৷ তৃষা আউট হওয়ার আগে ভারত 66 রানে পৌঁছে গিয়েছিল ৷ তখনও 43 বলে ভারতের মেয়েদের 3 রান করতে হত ৷ 14 ওভারে সেই রান তুলে নেন সৌম্য তিওয়ারি ৷

ABOUT THE AUTHOR

...view details