পশ্চিমবঙ্গ

west bengal

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসির প্রতিনিধি দল

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 6:32 PM IST

Updated : Sep 3, 2023, 10:54 PM IST

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসির প্রতিনিধি দল ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিকবার রিপোর্ট পাঠালেও তাতে সন্তুষ্ট হয়নি ইউজিসি। সেকারণেই বিষয়টি খতিয়ে দেখতে আসছেন 4 সদস্যের প্রতিনিধি দল ৷

Jadavpur University
যাদবপুর বিশ্ববিদ্যালয়

কলকাতা, 3 সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার ইউজিসির প্রতিনিধি দল। সোমবার 4 সদস্যের প্রতিনিধি দল আসতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের পাশাপাশি তাঁরা হস্টেল পরিদর্শনও করতে পারেন। অন্যান্য পড়ুয়াদের সঙ্গেও কথা বলার সম্ভাবনা রয়েছে ইউজিসির প্রতিনিধিদের। যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিকবার রিপোর্ট পাঠালেও তাতে সন্তুষ্ট হয়নি ইউজিসি। ফলে এবার নিজেরাই পরিদর্শনে আসবেন।

9 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর পর থেকেই চলছে তদন্ত। এই ছাত্র মৃত্যু ঘটনায় অভিযোগ ব়্যাগিংয়ের। তাতে এখনও পুলিশের হাতে গ্রেফতার 13 জন। অন্যদিকে, অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউজিসির বেশ কিছু নিয়ম মেনে চলছিল না। সেই সব কিছুর জন্যই ইউজিসির পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছিল বিশ্ববিদ্যালয়কে। তাতে দু'বার জবাব দিলেও সন্তুষ্ট হয়নি ইউজিসি। তবে বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসতে চলেছে।

ওয়েবেলের সঙ্গে কথা বলেছে বিশ্ববিদ্যালয়। 15 দিন সময় চেয়ে নিয়েছেন তাঁরা। তারমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্ভার রুম ছাড়া 26টি সিসি ক্যামেরা বসতে চলেছে।ইউজিসির আসার ঠিক পরের দিনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসতে চলেছে ইসরো। ইসরোর প্রতিনিধিরা মঙ্গলবার রাজ্যে প্রবেশ করবেন। ওইদিন বিকেলেই তাঁরা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে পারেন। আবার বুধবারও পরিদর্শন করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য বুদ্ধদেব সাউ। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি হস্টেলও ঘুরে দেখা হবে বলে খবর । কীভাবে আরও নিরাপত্তা বাড়ানো যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাই খতিয়ে দেখতে আসছেন ইসরোর প্রতিনিধি দল।

অন্যদিকে, এই ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই সবার সঙ্গে বৈঠক করেছেন নয়া উপাচার্য বুদ্ধদেব সাউ। পুলিশ এখনও পর্যন্ত 13 জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে একজন জামিনে মুক্ত হয়েছে। পৃথকভাবে তদন্ত করছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। এই ঘটনার পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দফায় দফায় চিঠি দিয়েছিল ইউজিসি। এমনকী তাদের ভূমিকা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছিল।

আরও পড়ুন:শিক্ষা মন্ত্রককে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতি ভবনের

Last Updated : Sep 3, 2023, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details