পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Adhikari: 'ওনার মতো সৎ রাজনীতিবিদের অভাব বাংলায়', হাসপাতালে দেখতে এসে বুদ্ধস্তুতি শুভেন্দুর গলায়

By

Published : Jul 30, 2023, 6:09 PM IST

Updated : Jul 30, 2023, 6:34 PM IST

আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও আপাত স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। তাঁকে দেখতেই হাসপাতালে এদিন আসেন শুভেন্দু । সেখানেই তাঁর গলায় উঠে এল বুদ্ধদেবের সম্পর্কে একাধিক বক্তব্য ৷

Etv Bharat
শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীর বক্তব্য

কলকাতা, 30 জুলাই: যে নন্দীগ্রাম আন্দোলনের এক সময়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সেই শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বিস্তর স্তুতি ! শুভেন্দুর কথায়, "এমন রাজনৈতিক সৎ ব্যক্তি আছে কি না আর, সেটাই প্রশ্ন!" আর শুভেন্দুর মুখে বুদ্ধদেবের এই প্রশংসা শুনে বিস্মিত রাজনৈতিক মহলের একাংশ ৷

সিঙ্গুর এবং তার কিছু পর পরই শুরু হয়েছিল নন্দীগ্রাম আন্দোলন ৷ দুই আন্দোলনই ছিল জমিকে কেন্দ্র করে ৷ আর নন্দীগ্রামের সেই আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁদের আন্দোলন যে সেই সময় রাজ্যের বাম সরকার এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের বিরুদ্ধে, তা স্পষ্টই ছিল ৷ তবে পরিস্থিতি পালটেছে ৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ রাজ্যের বিরোধী দলনেতা তিনি এখন ৷ আর এখন অবশ্য দলের সঙ্গেই বুদ্ধদেব সম্পর্কে বদলেছে শুভেন্দুর মনের অবস্থানও ৷ অন্তত তাঁর কথায় তাই প্রতিফলিত হয়েছে রবিবার ৷

আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হলেও আপাত স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। তাঁকে দেখতেই হাসপাতালে এদিন আসেন শুভেন্দু। সেখানেই তাঁর গলায় উঠে এল বুদ্ধদেবের সম্পর্কে একাধিক বক্তব্য ৷ এদিন কার্যত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ক্লিনচিট দিলেন বিরোধী দলনেতা । একসময় নন্দীগ্রামে বুদ্ধদেব ভট্টাচার্যের বিপক্ষেই দেখা গিয়েছিল এই অধিকারী পরিবারকে। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে কেশপুরে ভোট প্রচারে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, "বুদ্ধবাবু সৎ লোক। তিনি বলেছিলেন তৃণমূলের থেকে বামেরা অনেক ভালো। বামপন্থীরা অনেক ভালো কাজ করেছেন।" সেদিনের পর আবারও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে এসে একই কথা শোনা গেল শুভেন্দুর গলায়। এদিন তিনি বলেন, "এমন সৎ রাজনৈতিক ব্যক্তি যাতে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাই চাইছি। আমি ওনার সময় বিধায়ক ছিলাম ৷ এমন সৎ রাজনৈতিক ব্যক্তির খুব অভাব। ওনার মতো একজন ছেড়ে দু'জন হবে কি না, সন্দেহ।"

আরও পড়ুন: ভেন্টিলেশনেই আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তবে জ্ঞান ফিরেছে; খাওয়ানো হল রাইলস টিউবে

এছাড়াও তিনি যখন ভিতরে দেখতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তখন সেখানে ছিলেন বাম নেতা রবীন দেব ও শতরূপ ঘোষ। তাঁরা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন বলেই জানান শুভেন্দু। এছাড়াও শুভেন্দু অধিকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। কাঁচের ঘরের বাইরে থেকে তিনি দেখেও আসেন বুদ্ধবাবুকে। তিনি বলেন, "আমি পাঁচ মিনিট দাঁড়িয়ে দেখেছি। চিকিৎসকরা যথেষ্ট চেষ্টা করছেন। যারা ভগবানে বিশ্বাস করেন তাঁদের বলব ওনার জন্য প্রার্থনা করুন।"

Last Updated :Jul 30, 2023, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details