পশ্চিমবঙ্গ

west bengal

Solution to Drinking Water Problem: টালায় তৈরি হচ্ছে ব্রিজ, বসছে নতুন পাইপলাইন; লক্ষ্য ভবিষ্যতের পানীয় জল সমস্যার সমাধান

By

Published : Dec 26, 2022, 10:14 PM IST

মহানগরে ক্রমশ বেড়ে চলেছে জনসংখ্যা। মাথা তুলছে আকাশচুম্বী বহুতল। দক্ষিণ কলকাতা ও তার সংযুক্ত এলাকায় পানীয় জল সরবরাহ বাড়াতে টালায় নয়া পাইপলাইন (New Pipeline in Tala to Increase Drinking Water Supply) তৈরি হচ্ছে। পাইপ লাইনের জন্য তৈরি হচ্ছে টালা ব্রিজ বরাবর ট্রে-ব্রিজও। উত্তর কলকাতায় পানীয় জল সরবরাহের বিভাগের এমন বড় কর্মকাণ্ড বহু বছর পর হচ্ছে বলেই দাবি আধিকারিকদের (Solution to drinking water Problem) ।

Solution to Drinking Water Problem
টালায় তৈরি হচ্ছে ব্রিজ, বসছে নতুন পাইপলাইন

কলকাতা, 26 ডিসেম্বর:ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল টালা জলাধার। তখন সেখানে বসেছিল জল সরবরাহের পাইপ। এবার ফের বসতে চলেছে ওই পানীয় জলের পাইপ। প্রায় 700 মিটার লম্বা নতুন বড় পাইপ (New Pipeline in Tala to Increase Drinking Water Supply) । এই পাইপ যাওয়ার জন্য তৈরি হচ্ছে টালা সেতু বরাবর আরও একটা ব্রিজ। যাকে ইঞ্জিনিয়ারদের পরিভাষায় বলা হয় 'ট্রেসেল' ব্রিজ। এই কর্মকাণ্ডের মূল লক্ষ্য হল ভবিষ্যতে শহরে জল সরবরাহ বাড়ানো। দরকার পড়লে আরও বড় ব্যাসের পাইপলাইন যাতে পাতা যায় সেই মতো জায়গা থাকছে ট্রেসেল ব্রিজে ৷

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী টালা ট্যাঙ্কের সংস্কারের কাজ শেষের মুখে। নতুন বছরের একদম প্রথম দিকেই এই কাজ শেষ হবে। এই পাইপ পাতার কাজও একই সময় শেষ করতে চাইছে জল সরবরাহ বিভাগ। পলতা জল প্রকল্পে 20 মিলিয়ন গ্যালন বাড়তি জল উৎপাদন হচ্ছে। সেই জল পাইপলাইনের মাধ্যমে টালায় নিয়ে এসে সেখান থেকে শহরে যেসমস্ত জায়গায় জলকষ্ট বা সমস্যা হয় সেই সব এলাকায় সরবরাহ করা হবে (Solution to Drinking Water Problem at Tala Areas) ।

আরও পড়ুন:কলকাতার জল সমস্যা মেটাতে ধাপায় নয়া প্রকল্প, কাজ শুরু ডিসেম্বরে

পুরনো লাইনে সেই বাড়তি জল সরবরাহ সম্ভব নয়। আরও জানা যাচ্ছে, 48 ইঞ্চি ব্যাসার্ধের এই পাইপলাইন দিয়ে পানীয় জল টালা ট্যাঙ্ক থেকে গালিব স্ট্রিটের ভাল্ব স্টেশনে আসবে। তারপর সেখান থেকে শহরের বিভিন্ন অংশে জল সরবরাহ হবে। ভবিষ্যতে টালা ট্যাঙ্ক থেকে জল সরবরাহ আরও বাড়াতে ওই ব্রিজে নতুন পাইপলাইন বসানোর জায়গা রাখা হচ্ছে। উত্তর কলকাতায় পানীয় জল সরবরাহের বিভাগের এমন বড় কর্মকাণ্ড বহু বছর পর হচ্ছে বলেই দাবি আধিকারিকদের।

এক আধিকারিকের কথায়, "টালা ও তার আশপাশে জলের সমস্যা নেই ৷ আবার অনেকেই অভিযোগ করেন কলে জল বেশি আসে না ৷ শহর ক্রমশ জনবহুল হচ্ছে ফলে চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আগামী কয়েক বছরে শহরে বেশ কয়েকটি নতুন জলাধার তৈরি হচ্ছে।" যার মাধ্যমে মহানগরের পানীয় জলের সংকট অনেকটাই কমানো যাবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন:বেহালায় পানীয় জলের খোঁজে পাতালে ! গরমের আগেই মিটবে সমস্যা, আশ্বাস কাউন্সিলরের

ABOUT THE AUTHOR

...view details