পশ্চিমবঙ্গ

west bengal

Sukanta Meets PM Modi: সুকান্তর কাছে পঞ্চায়েত ভোটে বঙ্গ বিজেপির সাফল্যের প্রশংসা মোদির

By

Published : Jul 25, 2023, 2:37 PM IST

Updated : Jul 25, 2023, 3:07 PM IST

PM Modi Meets Sukanta Majumdar's Family: মঙ্গলবার স্বপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেখানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাফল্য নিয়েও সুকান্তর সঙ্গে মোদির কথা হয় ৷ পঞ্চায়েতের সাফল্য নিয়ে বঙ্গ বিজেপির প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

Sukanta Meets PM Modi
Sukanta Meets PM Modi

নয়াদিল্লি, 25 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাফল্যের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বঙ্গ বিজেপির সভাপতির কাছে এই প্রশংসা করেছেন তিনি ৷ এ দিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এই কথাই জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷

সংসদ চত্বরে দাঁড়িয়ে এ দিন সুকান্ত মজুমদার বলেন, ‘‘পরিবারের সদস্য়দের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম ৷ তার মধ্যেও উনি কিছু রাজনৈতিক কথাও বলেছেন ৷ পঞ্চায়েত নির্বাচনে যা আসনে জয় হয়েছে, তার প্রশংসা করেছেন ৷ এত অত্যাচারের পর, এত কারচুপির পরও 11 হাজার আসন পেয়েছে বিজেপি, সেই জয়ের প্রশংসা করেন ৷ বলেন যে আপনারা ভালো লড়াই করেছেন ৷ ভালো আসন এসেছে ৷’’

স্বপরিবারে মোদির কাছে সুকান্ত: মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্বপরিবারে হাজির হন বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ তাঁর সঙ্গে তাঁর স্ত্রী ও দুই মেয়ে ছিল ৷ প্রধানমন্ত্রীর হাতে কিছু উপহারও তুলে দিতে দেখা যায় সুকান্তকে ৷ সেই অরাজনৈতিক আলাপচারিতার ফাঁকেই বাংলার রাজনৈতিক প্রসঙ্গও ওঠে বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন ৷ পাশাপাশি বাংলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ কেমন চলছে, সেই বিষয়েও এ দিন সুকান্তর কাছ থেকে খোঁজ খবর নেন ৷ সেই সময়ই পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির সাফল্যের জন্য সুকান্ত মজুমদারের কাছে প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

পঞ্চায়েত ভোটে বিজেপির পারফরম্যান্স:এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাফল্য অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ৷ গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সবক্ষেত্রেই আসন সংখ্যার নিরিখে অন্যবারের ফল টপকে গিয়েছে গেরুয়া শিবির ৷ আগের থেকে অনেক বেশি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করতে পেরেছে তারা ৷ কিন্তু কোনও জেলা পরিষদ বিজেপির দখলে আসেনি ৷ তার পরও আগের থেকে ফল ভালো হওয়ায়, তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ৷

পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির কাছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদারের মেয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে বিজেপির মহিলা প্রার্থীকে বিবস্ত্র করে অত্যাচার, বিস্ফোরক অভিযোগ সুকান্তর

বঙ্গ বিজেপি অবশ্য বারবার দাবি করেছে যে এবার পঞ্চায়েতের ফল তারা অনেক ভালো করতে পারত ৷ কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস হিংসার আশ্রয় নিয়ে, প্রশাসনকে ব্যবহার করে গণনায় কারচুপি করে অনেক হেরে যাওয়া আসন দখল করে নিয়েছে ৷ সুকান্তর দাবি, হিংসা সত্ত্বেও বিজেপির সাফল্যে মুগ্ধ প্রধানমন্ত্রী ৷ তারই প্রশংসা করেছেন তিনি ৷

Last Updated : Jul 25, 2023, 3:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details