পশ্চিমবঙ্গ

west bengal

Panchayat Elections 2023: চতুর্থ দিনও মনোনয়ন ঘিরে অশান্তি অব্যাহত, ভোট বিজ্ঞপ্তি না বদলে কেন্দ্রীয় বাহিনীতে সায় আদালতের

By

Published : Jun 13, 2023, 12:57 PM IST

Updated : Jun 13, 2023, 8:39 PM IST

আগামী 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ এখন চলছে মনোনয়ন প্রক্রিয়া ৷ মঙ্গলবার সেই মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়াল বিভিন্ন জায়গায় ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

কলকাতা, 13 জুন: মনোয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবারও সকাল থেকে উত্তপ্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ৷ কোথাও বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ আবার কোথাও বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে ৷

কলকাতা হাইকোর্টের রায়:পঞ্চায়েত মামলায় রায় দিল কলকাতা হাইকোর্ট ৷ রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে কোনও বদল করল না আদালত ৷ তবে স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

উত্তপ্ত ভাঙড়ে বোমাবাজি, চলল গুলি:মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ভাঙড় । ভাঙড়-2 ব্লকে তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এলাকায় বোমাবাজি হয়েছে ৷ গুলিও চলেছে বলে অভিযোগ ৷ এই ঘটনায় আইএসএফের কয়েকজন আহত হয়েছেন ৷ ভাঙড়ে আইএসএফের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ ৷

মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে উত্তেজনা ভাঙড়ে

তাঁদের অভিযোগ, মঙ্গলবার সকালে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা । বিডিও অফিসের সামনেই যেতেই তৃণমূল কর্মীরা বোমাবাজি শুরু করে ৷ 144 ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে এত লোক সেখানে জমায়েত হলেন সেই প্রশ্ন তুলেছেন আইএসএফ কর্মীরা ৷

আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, “আইন লঙ্ঘন হোক এরকম কোনও কাজ আমরা করব না । কিন্তু যারা অশান্তি করছে, মনোনয়ন জমা দিতে দিচ্ছে না, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে । এটাই আশা করছি । তৃণমূল তো বোমা-গুলি-পিস্তল নিয়ে তৈরি, যাতে আমরা এলেই হামলা চালায় ।”

দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে মনোনয়ন ঘিরে উত্তেজনা

পুলিশি নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন । তবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে । তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ । এদিকে তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হচ্ছে, সব অভিযোগই ভিত্তিহীন ।

আরও পড়ুন:নওশাদের নেতৃত্বে মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র ভাঙড়, গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী

আরাবুলের ছেলের গাড়িতে উদ্ধার বোমা: দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়ি থেকে উদ্ধার হল বোমা । শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তপ্ত গোটা এলাকা । বিষয়টা প্রকাশ্যে আসতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ হাকিমুল । গোটা ঘটনার দায় আইএসএফের উপরই চাপিয়েছেন তিনি ।

আরাবুল ইসলামের ছেলের গাড়িতে বোমা

সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া: আরাবুল ইসলামের ছেলের গাড়িতে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া ! কলেজের অধ্যাপিকাকে যখন জগ ছুঁড়ে মেরেছিল তখনই তো পুলিশ আরাবুলকে গ্রেফতার করতে পারেনি । পুলিশেই সেই সাহস নেই । যতদিন তৃণমূল ক্ষমতায় থাকবে, ততদিন লাফালাফি করবে ৷ তৃণমূল ক্ষমতাচ্যুত হলে ইঁদুরের গর্তে ঢুকে পড়বে ৷’’

ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি: দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে বিজেপি কর্মী সমর্থকদের মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । শাসক দলের দুষ্কৃতীদের হাতে বহু বিজেপি কর্মী ও সমর্থক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ । ঘটনাস্থলে যান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও বিজেপি নেতা সজল ঘোষ । বিজেপি শীর্ষ নেতৃত্বদের সামনে বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারধরের ঘটনা ঘটে । বিজেপি নেতা সজল ঘোষ ক্যানিং বিডিও অফিস চত্বরে গিয়ে আহত বিজেপি কর্মী সমর্থকদের অবস্থা দেখে ক্ষোভ উগড়ে দেন । তিনি তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনে 7 স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, নির্দেশ হাইকোর্টের

কমিশনে সর্বদলীয় বৈঠক: পঞ্চায়েত নির্বাচন নিয়ে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনে বসেছিল সর্বদলীয় বৈঠক । সেই বৈঠক থেকে বেরিয়ে শাসক ও বিরোধী দলের নেতারা একে অপরের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তৃণমূলের দাবি, তারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ৷ বিজেপি আবার মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে ৷ অন্যদিকে কংগ্রেস আশঙ্কা করছে যে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হয়, তাহলে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে ৷ আর সিপিএমের বক্তব্য, গণতন্ত্রকে হত্যার উৎসব শুরু হয়েছে ৷ তবে সব রাজনৈতিকপক্ষই চায় ভোটে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হোক ৷

রানিগঞ্জে অগ্নিশর্মা অগ্নিমিত্রা: মঙ্গলবার রানিগঞ্জ ব্লক অফিসে বিজেপি প্রার্থীরা মিছিল করে মনোনয়ন জমা দিতে যান ৷ মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ অভিযোগ, শুভ্র পাল নামে এক কনস্টেবল তাঁকে কনুই দিয়ে ধাক্কা দিয়েছেন ৷ এর জেরে সেখানেই ক্ষোভ প্রকাশ করেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক ৷ তিনি ওই কনস্টেবলকে বলেন, "আপনি একজন পুরুষ হয়ে আমাকে কনুই দিয়ে ধাক্কা দিচ্ছেন কেন ? নিজের সীমা অতিক্রম করবেন না ।" তবে 144 ধারা ভেঙে বিজেপি মিছিল করে বলে অভিযোগ ৷ এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

রানিগঞ্জে বিজেপির মিছিলে বিধায়ক অগ্নিমিত্রা পাল

নন্দীগ্রামে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মনোনয়ন: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপি মিছিল করে মনোনয়ন জমা দিতে যায় ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ টুইটারে ভিডিয়ো ও ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি জানিয়েছেন যে নন্দীগ্রামে বিজেপির প্রার্থীরা বড় ব্যবধানে জয় পাবেন ৷ তিনি বলেন, ‘‘রক্ত দেব, নন্দীগ্রামে তৃণমূল চোরেদের জায়গা দেব না ৷’’

বড়শুলে সিপিএম-তৃণমূল সংঘর্ষে গ্রেফতার 9: পূর্ব বর্ধমানের বড়শুলে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষের ঘটনায় শক্তিগড় থানার পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে । সোমবার ওই সংর্ঘষ হয় ৷ আহত হন সিপিএমের কর্মী-সহ তিনজন পুলিশ কর্মী । অন্যদিকে সিপিএমের কর্মীরা বাঁশ লাঠি দিয়ে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । ইটের আঘাতে শক্তিগড় থানার ওসি দীপক সরকারের মাথা ফেটে যায় । আহত হন আরও দু’জন পুলিশ কর্মীও ।

আরও পড়ুন:মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের

হাইকোর্টের দ্বারস্থ জিতেন্দ্র তেওয়ারি: আসানসোলে কম্বল বিতরণ কাণ্ডে গ্রেফতার হওয়ার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । তবে আসানসোল এলাকায় তিনি যেতে পারবেন না বলে শর্ত দিয়েছিল আদালত৷ সেই শর্ত থেকে অব্যাহতি পাওয়ার জন্যই তিনি দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের ৷ চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা ।

মেদিনীপুরে মনোনয়ন দেখতে বিধায়ক জুন মালিয়া: মঙ্গলবার মনোনয়ন প্রক্রিয়া খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া মেদিনীপুর সদরের বিডিও অফিসে যান ৷ তিনি আধিকারিকদের সঙ্গেও কথা বলেন ৷ পরে তিনি জানান, তৃণমূলের লক্ষ্য শান্তিপূর্ণভাবে মনোনয়ন প্রক্রিয়া শেষ করা ৷ তৃণমূলের কেউ অশান্তি করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন ৷ তবে প্রশ্ন উঠেছে, ভোট ঘোষণা হয়ে যাওয়ার প্রশাসন এখন রাজ্য নির্বাচন কমিশনের অধীনে ৷ সেই পরিস্থিতিতে কী করে একজন বিধায়ক বিডিও অফিসে মনোনয়নের তদারকি করতে যান ?

মেদিনীপুর সদরের বিডিও অফিসে বিধায়ক জুন মালিয়া

আরও পড়ুন:মনোনয়ন দেওয়ার সময় জুলুমবাজি করলে দল থেকে বহিষ্কার করতে দু'বার ভাবব না, কড়াবার্তা অভিষেকের

মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ: মঙ্গলবার মনোনয়ন ঠিকমতো হচ্ছে কি না, তা দেখতে খড়গপুর, কেশপুর,শালবনি ও মেদিনীপুর বিডিও অফিসে যান মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ তিনি সেখানে দেখেন বিজেপির কর্মীরা ঠিকমতো মনোনয়ন জমা দিতে পারছে কি না ! তাঁর অভিযোগ, বারবার জানানোর পরও নির্বাচন কমিশন কোনও ব্য়বস্থা নিচ্ছে না ৷ অশান্তি পাকাচ্ছে শাসক দল তৃণমূলের লোকেরা ৷ যদি সরকার চায় তাহলে অশান্তি হবেই না ।

মেদিনীপুরে দিলীপ ঘোষ

কার্শিয়াংয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মনোনয়ন: যেখানে রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমাকে কেন্দ্র করে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে, সেখানে শৈলরানিতে উৎসবের মেজাজে মনোনয়নপত্র জমা দিল প্রার্থীরা । মঙ্গলবার দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের টাউন হল মিছিল করে কার্শিয়াং-এর মহকুমাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা । মিছিলে পা মেলান জিটিএ-র চিফ এক্সিকিউটিভ তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা । এদিন দার্জিলিং জেলার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মোট আসনের 50 শতাংশ মনোনয়ন জমা করা হয় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে ।

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মিছিলে সভাপতি অনিতা থাপা

অনীত থাপা বলেন, "তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের জোট রয়েছে সেটা লুকোচুরির কোনও বিষয় নেই । তবে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে সেইভাবে জোট করার কোনও প্রয়োজনীয়তা নেই বলে মনে করি । তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হবে বড় নির্বাচনগুলিতে । পঞ্চায়েত নির্বাচনে আমরা গ্রামের বেশিরভাগ যুবক যুবতীদেরকে প্রার্থী হিসেবে বাছাই করেছি । এর আগেও পাহাড়ে উৎসবের মেজাজে নির্বাচন হয়েছে, এবারও তাই হবে । তবে যে জোটের কথা বলা হচ্ছে এইজোট আসলে লোক দেখানো ।"

বইটুইয়ের বিজেপি প্রার্থী: বীরভূমের রামপুরহাট-1 ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের বগটুই সংসদে বিজেপি প্রার্থী মেরিনা বিবি ৷ তিনি ভাদু শেখের খুনে মুল অভিযুক্ত পলাশ শেখের মা ৷ মঙ্গলবার তিনি মনোনয়ন জমা দেন ৷ বগটুই গণহত্যা কাণ্ডে মেরিনা বিবির মা নুরনেহার বিবি ও বোন রূপালি বিবি নিহত হয়েছেন ৷

আরও পড়ুন:পঞ্চায়েতে কারা প্রার্থী হতে পারবেন ? কারা পারবেন না ? জানিয়ে দিল কমিশন

Last Updated :Jun 13, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details