পশ্চিমবঙ্গ

west bengal

Mamata Banerjee Meeting: আজ তৃণমূল নেত্রীর মেগা বৈঠক, নজরে অখিলেশের সঙ্গে সমীকরণও

By

Published : Mar 17, 2023, 8:52 AM IST

কালীঘাটে দলীয় বৈঠকের পাশাপাশি আজ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Meeting with Akhilesh Yadav)৷ কোন কোন বিষয়ে আলোচনা হতে চলেছে আজ ?

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 17 মার্চ: পঞ্চায়েত নির্বাচনের আগে আজ তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক (Mamata Banerjee Meeting Before Panchayet Election)। ভোটযুদ্ধে নামানোর আগে দলীয় স্তরে আজ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিয়োগ দুর্নীতি মামলায় একদা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জেলে । এই মামলাতেই জেলের মধ্যে রয়েছেন দলের একাধিক নেতাও ।

পাশাপাশি গরু ও কয়লা পাচার মামলায় কারাগারে রয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এই অবস্থায় দলের ভাবমূর্তি উদ্ধার করে জনগণের কাছে ভোট চাইতে যাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় । সেই জায়গা থেকে দলের রণকৌশল কী হতে চলেছে তা ঠিক করতেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই বৈঠক ডেকেছেন বলে খবর । আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব । দলের নেতাদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন, সেদিকেই এখন নজর গোটা রাজ্যের ।

আজকের বৈঠকে সম্ভাব্য আলোচ্য বিষয় :

সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে হার তৃণমূলকে বড় ধাক্কা দিয়েছে । বিশেষ করে এই হারে তৃণমূলের সঙ্গে থাকা সংখ্যালঘু ভোটব্যাঙ্কের অবস্থান নিয়ে রীতিমত প্রশ্ন উঠেছে । এই অবস্থায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে গড়া 5 সদস্যের তদন্ত কমিটি আজ দলনেত্রীর হাতে এই নির্বাচনে হারের তদন্ত রিপোর্ট তুলে দেবেন । এই রিপোর্ট হাতে পাওয়ার পর দলনেত্রী আজ গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেন কী না সেটাই এখন দেখার ৷ এই বৈঠক থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে । জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হবে । কাজের উপর ভিত্তি করে পুরনো প্রার্থীদের রিপোর্ট কার্ডই হতে চলেছে এবার প্রার্থী হওয়ার ক্ষেত্রে মূল বিচার্য বিষয় ।

শুক্রের এই বৈঠক থেকে দুর্নীতির প্রশ্নেও জিরো টলারেন্সের বার্তা দিতে পারে দল । এক্ষেত্রে কেউ দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ হলে দল তার সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না বলেও জানাতে পারে । ইতিমধ্যেই এই দুর্নীতির প্রশ্নে, দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ছেঁটে ফেলা হয়েছে । সম্প্রতি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও বহিষ্কার করেছে তৃণমূল । বাকিদের কারও নাম দুর্নীতির সঙ্গে যুক্ত হলে দল একই পদক্ষেপ নিতে পারে, এদিনের বৈঠক থেকে এই বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী ।

একই সঙ্গে আজকের এই বৈঠক জাতীয় রাজনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে । জাতীয় রাজনীতিতে দল একলা চলো নীতি নিয়ে চলবে নাকি বিরোধী ঐক্যকে সুদৃঢ় করতে দল অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে চলবে তা নিয়েও এদিন সিদ্ধান্ত হতে পারে ।

অন্যদিকে, আজ বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বৈঠক রয়েছে ৷ কালীঘাটের সেই বৈঠক থেকেও কী উঠে আসে সেদিকেও নজর থাকবে আজ । মোটের উপর আজকের দিনটা তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে । একদিকে পঞ্চায়েত নির্বাচন ও অন্যদিকে জাতীয় রাজনীতিতে দলের অবস্থান, এই দুই নিয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন তৃণমূল নেত্রী ।

আরও পড়ুন :'সংসদ অচল করে আদতে মানুষের থেকে পালাতে চাইছে মোদি সরকার', কেন্দ্রকে বিঁধলেন ডেরেক-সৌগত

ABOUT THE AUTHOR

...view details