Derek Attacks Modi: 'সংসদ অচল করে আদতে মানুষের থেকে পালাতে চাইছে মোদি সরকার', কেন্দ্রকে বিঁধলেন ডেরেক-সৌগত

author img

By

Published : Mar 16, 2023, 11:01 PM IST

Etv Bharat

যৌথ সাংবাদিক সম্মেলনের মঞ্চ থেকে এদিন প্রথমবার আদানি ইস্যুতে কেন্দ্রের শাসকদলকে বিঁধল তৃণমূল (TMC) ৷ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, সংসদের দুই কক্ষে বিশৃঙ্খলা করে বিরোধীদের প্রশ্ন এড়িয়ে যেতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷

নয়াদিল্লি, 16 মার্চ: সংসদের অধিবেশন চলাকালীন নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) এবং দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Ray) ৷ যৌথ সাংবাদিক সম্মেলনের মঞ্চ থেকে এদিন প্রথমবার আদানি ইস্যুতে কেন্দ্রের শাসকদলকে বিঁধল তৃণমূল ৷ ডেরেক এদিন সাংবাদিক সম্মেলনে জানান, সংসদের দুই কক্ষে বিশৃঙ্খলা করে বিরোধীদের প্রশ্ন এড়িয়ে যেতে চাইছে কেন্দ্রীয় সরকার (TMC said Govt orchestrating disruptions in Parliament to sidestep issues raised by Opposition) ৷

সাংবাদিক সম্মেলনে ডেরেক এদিন বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ সংসদকে ডিপ ডার্ক চেম্বারে পরিণত করেছেন ৷ ওরা সংসদকে সুষ্ঠভাবে চলতে দিতে চায় না ৷ কারণ সংসদ এবং মানুষ উভয়ের কাছেই ওরা সমানভাবে দায়ী ৷ আর মানুষের দুর্ভোগের দায় ওরা নিতে চায় না বলে সংসদকে অচল করার চেষ্টা করছে ৷"

ডেরেক অভিযোগের সুরে জানান, প্রায় চার বছর ধরে সংসদের নিম্ন কক্ষ চলছে ডেপুটি স্পিকার ছাড়াই ৷ রাজ্যসভা হোক কিংবা লোকসভা, সংসদের কোনও কক্ষেই 2016 থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও প্রশ্নের উত্তর প্রদান থেকে বিরত থেকেছেন ৷ ডেরেকের সঙ্গে এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা দমদমের সাংসদ সৌগত রায় ৷

আরও পড়ুন: রাহুল গান্ধির মন্তব্য গণতন্ত্রের ব্যারোমিটার নয় ! তোপ বিজেপি'র

দু'জনেই হিন্ডেনবার্গ রিসার্চের ঘটনায় আদানি গোষ্ঠীর কোণঠাসা হওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন ৷ ক্রমাগত আদানির সম্পত্তি ক্ষয়ের জেরে জীবন বিমা নিগম এবং সিবিআই'য়ের ঝুঁকি কতটা বেড়েছে, তা নিয়ে তারা আলোচনা চান বলে জানিয়েছেন সৌগত-ডেরেক ৷

ও'ব্রায়েনের কথায়, তৃণমূলের অবস্থান খুবই স্পষ্ট এ বিষয়ে ৷ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত চাই আমরা ৷ অন্যান্য বিরোধী শক্তিগুলো যুগ্ম সংসদীয় কমিটির তদারকিতে তদন্ত চাইলেও তৃণমূল সে পথে হাঁটছে না ৷ কারণ, যুগ্ম সংসদীয় কমিটির চেয়ারপার্সন-সহ অধিকাংশ সদস্য বিজেপি'র ৷ তাই যুগ্ম সংসদীয় কমিটির তদারকিতে তদন্ত মানে বিষয়টি ধামাচাপা পড়ে যাওয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.