পশ্চিমবঙ্গ

west bengal

Left to Protest: মমতার ধরনার দিনেই একই ইস্যুতে রাস্তায় নামছে বামেরা

By

Published : Mar 25, 2023, 1:56 PM IST

রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে এবার সরব বামেরা (Left to Protest) ৷ আগামী 28, 29 এবং 30 মার্চ তিনদিন রাজ্যজুড়ে রয়েছে তাদের একাধিক কর্মসূচি ৷ কর্মসূচি শুরু হবে কলকাতায় মিছিল দিয়ে ৷

Left to Protest in Kolkata
রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে বামেদের মিছিল

কলকাতা, 25 মার্চ: রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার (Deprivation of centre) অভিযোগে আগামী 29 এবং 30 মার্চ ধরনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। কার্যত একই ইস্যুতে এবং একই সময়ে রাজ্যজুড়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বামফ্রন্টও । তবে দু'দিনের পরিবর্তে তিন দিন ধরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে বামেদের কর্মী সমর্থকরা । আগামী 28, 29 এবং 30 মার্চ পর পর তিন দিন একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে । তার মধ্যে আগামী 29 মার্চ কলকাতায় রাজ্য বামফ্রন্টের ডাকে মিছিলের ঘোষণা করা হয়েছে ।

মৌলালির রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে বলে জানিয়েছেন বিমান বসু (Biman Bose)। তিনি বলেন, "মনরেগা-সহ একাধিক প্রকল্পের হিসাবের গড়মিল থাকলে, তা খতিয়ে দেখুক কেন্দ্রীয় সরকার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক । কিন্তু তা না-করে প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দেওয়া উচিত নয় । তাই, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজ্য বামফ্রন্ট রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে।"

রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী 28 মার্চ রাজ্যজুড়ে সর্বত্র প্রচার পথসভা সংগঠিত করা হবে । 29 মার্চ কেন্দ্রীয়ভাবে রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে । একারণে বেলা আড়াইটা নাগাদ রামলীলা ময়দানে জমায়াতের ডাক দেওয়া হয়েছে । রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ আরও একাধিক শীর্ষ নেতৃত্ব এই মিছিলের সামনের সারিতে থাকবেন বলে জানা গিয়েছে । কর্মসূচি তৃতীয় দিন অর্থাৎ 30 মার্চ জেলায় জেলায় পথসভা অনুষ্ঠিত হবে । কিন্তু, একই ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীও ধরনায় বসবেন ।

পাশাপাশি বামেদের রাস্তায় নামার বিষয়ে বিমান বসুর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডে আম্বেদকর মূর্তির নীচে অবস্থানে বসবেন । আর তাঁদের মিছিল রামলীলা ময়দান থেকে ধর্মতলার লেনিনের মূর্তির পাদদেশে শেষ হবে । তাছাড়া রাজ্যের প্রতি বঞ্চনার বিরুদ্ধে বামপন্থীদের লড়াই সংগ্রাম এবং অভিজ্ঞতা কম নয় । 1977 থেকে 2011 সালের আগে পর্যন্ত রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে নানান কর্মসূচি গ্রহণ করেছে । এমনকী 2011 সালের পরেও বিরোধী দলনেতার মাধ্যমে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে এবং কেন্দ্রীয় সরকারকে বহুবার চিঠি পাঠানো হয়েছে বামফ্রন্টের তরফে বলে তিনি জানান ।

আরও পড়ুন:কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে 29-30 মার্চ ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details