পশ্চিমবঙ্গ

west bengal

Kumartuli Park : কুমোরটুলি পার্কের এবারের থিম "কলরব"

By

Published : Oct 10, 2021, 10:58 PM IST

Kumartuli Theme
কুমোরটুলি পার্কের এবারের থিম "কলরব"

করোনা প্যানডেমিকের প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পৃথিবী ৷ সারা পৃথিবী জুড়েই মুক্তির স্বাদ পাচ্ছে মানুষ। গোটা পুজো মণ্ডপ জুড়ে এটাই তুলে ধরেছে কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা। তাদের এবারের থিম "কলরব ৷"

কলকাতা, 10 অক্টোবর : দুর্গাপুজো প্রায় দোড়গোড়ায় কড়া নাড়ছে ৷ তারপরেই আনন্দে মেতে উঠবে আট থেকে আশি সকলেই ৷ করোনা প্যানডেমিকের প্রভাবে শুধু মানুষ নয়, সারা পৃথিবী একটা সময় থমকে গিয়েছিল। এই অবস্থাটা কাটিয়ে উঠে মানুষ আজ মুক্তির সন্ধান পাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন করে স্কুল-কলেজ খুলবে। স্কুলের বাচ্চারা 2 বছর বাড়িতে থাকার পর ফের স্কুলে পৌঁছোবে। সারা পৃথিবী জুড়েই মুক্তির স্বাদ পাচ্ছে মানুষ। গোটা পুজো মণ্ডপ জুড়েই এটাই এবার তুলে ধরেছে কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা। তাদের এবারের থিম "কলরব ৷"

পুজো কমিটির সদস্যরা খুবই আশাবাদী যে চলতি বছরের এই থিম উত্তর কলকাতা জুড়ে সারা জাগাবে। গোটা পুজো মণ্ডপটি থার্মকল দিয়ে তৈরি করা হয়েছে। কলরবের চিহ্নগুলি হাতের আঙ্গুলের মাধ্যমে তুলে ধরেছেন মণ্ডপ শিল্পীরা ৷ উদ্যোক্তাদের দাবি, কুমোরটুলি পার্কের পুজো সারা পৃথিবীর মধ্যে একটা পীঠস্থান। এখানে সারা পৃথিবীর মানুষজন আসেন। কুমোরটুলির দুর্গা প্রতিমা এখন রাজ্য ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে।

কুমোরটুলি পার্কের এবারের থিম "কলরব"

আরও পড়ুন: রায়গঞ্জের এই পুজো মণ্ডপের থিম 'লক্ষীর ভাণ্ডার' প্রকল্প

কুমোরটুলি পার্কের পুরো থিমটি শিল্পী চন্দন পাল ফুটিয়ে তুলেছেন। গত 2 বছর ধরে করোনার ফলে স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। এখন আস্তে আস্তে করোনা প্যানডেমিক পরিস্থিতি কেটে যাচ্ছে । এবার স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা বিশ্ব। কুমোরটুলি পার্ক পুজো কমিটির সদস্য সুশান্ত কুন্ডু বলেন, "কলকাতা পুলিশের ম্যাপে কুমোরটুলি পার্ক একটা আলাদা জায়গা করে নেয়। এখানে লক্ষ-লক্ষ মানুষের সমাগম হয়। তবে কোভিড পরিস্থিতির জন্য এবারও বিশেষ সর্তকতা অবলম্বন করা হচ্ছে। আমরা হাইকোর্টের নির্দেশ মেনে দর্শনার্থীদের পুজো মণ্ডপের বাইরে থেকেই দুর্গা প্রতিমা দর্শনের ব্যবস্থা করেছি। এছাড়াও মাস্ক-স্যানিটাইজারের ব্যবস্থাও রাখা হয়েছে মণ্ডপে ৷"

ABOUT THE AUTHOR

...view details