পশ্চিমবঙ্গ

west bengal

Cash Recovered: পোস্তা থেকে উদ্ধার নগদ 50 লক্ষ টাকা, গ্রেফতার দুই

By

Published : Dec 2, 2022, 6:15 PM IST

খাস কলকাতায় ফের লক্ষাধিক টাকা উদ্ধার হল (Cash Recovered from Kolkata) । দুই ব্যক্তির কাছ থেকে মিলেছে 50 লক্ষ টাকা ৷ কলকাতার পোস্তা থানার পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করেছে ৷

kolkata-police-recovered-50-lakh-rupees-in-cash-posta-area
Cash Recovered: পোস্তা থেকে উদ্ধার নগদ 50 লক্ষ টাকা, গ্রেফতার দুই

কলকাতা, 2 ডিসেম্বর: খাস কলকাতায় ফের উদ্ধার লক্ষাধিক টাকা (Cash Recovered from Kolkata) । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উদ্ধার করল মোট 50 লক্ষ টাকা । পুলিশ সূত্রে খবর, 10 টাকার নোটে লেখা একটি বিশেষ নম্বর দেখিয়ে কলকাতা থেকে 50 লক্ষ টাকা নিয়ে অন্যত্র পাড়ি দেওয়ার চেষ্টা ছিল অভিযুক্তদের । তার আগেই পুলিশ টাকা উদ্ধার করে৷ দু’জনকে গ্রেফতারও করা হয়েছে ৷

কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, শুক্রবার দুপুরে পোস্তা থানা এলাকার দীগম্বর জৈন টেম্পল রোডে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ । উদ্ধার হয় একটি ব্যাগ৷ আর ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ 50 লক্ষ টাকা ৷ কিন্তু এত বিপুল পরিমাণে টাকা নিয়ে ওই ব্যক্তি কলকাতায় (Kolkata) কী করতে এসেছিলেন, তা জানাতে পারেননি ধৃতরা । অবশেষে তাঁদের গ্রেফতার করে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি দক্ষিণ 24 পরগনার কাশীপুর এলাকায় ৷ দু’জনের নাম আনোয়ার হোসেন মোল্লা ও মুস্তাকিন মোল্লা । আনোয়ারের ছেলে মুস্তাকিন৷ পুলিশের অনুমান, এই টাকা উদ্ধারের নেপথ্যে রয়েছে হাওয়ালা যোগ । কাদের কাছ থেকে ওই 50 লক্ষ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন বাবা ও ছেলে, সেই বিষয়ে স্পষ্ট ভাবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত এবং তারা সঠিক কী কারণে কোন ব্যক্তির কাছ থেকে এই বিপুল পরিমাণে টাকা নিয়ে কোন জায়গায় যাচ্ছিলেন, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পোস্তা থানার পুলিশ ।

প্রসঙ্গত, গত কয়েকমাসে বেশ কয়েকবার কলকাতা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে ৷ তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা ৷ অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে সব মিলিয়ে প্রায় 50 কোটি উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷ এছাড়া কয়েক কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয়েছিল ৷ অন্যদিকে আমির খান নামে এক ব্যক্তির বাড়ি থেকেও বিপুল টাকা উদ্ধার হয় ৷ ওই ব্যক্তি অনলাইন প্রতারণায় অভিযুক্ত ৷

আরও পড়ুন:পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার ইডি'র

ABOUT THE AUTHOR

...view details