পশ্চিমবঙ্গ

west bengal

কলকাতার পরিবেশ বাঁচাতে নামবে 'কমব্যাট ফোর্স', পরিকল্পনা কেএমসি’র

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 9:52 PM IST

Combat Force to Save Kolkata's Environment: কলকাতার পরিবেশ বাঁচাতে কমব্যাট ফোর্স নামানোর পরিকল্পনা করছে কলকাতা পৌরনিগম ৷ এই কমব্যাট ফোর্সের কাজ হবে পরিবেশ দূষণরোধ করতে শহরের রাস্তায় নেমে কাজ করা এবং দূষণের ফলে হওয়া পরিবেশকে ক্ষতির হাত থেকে বাঁচানো ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 25 নভেম্বর: আপৎকালীন পরিস্থিতিতে বা আইনশৃঙ্খলা চূড়ান্ত অবনতি হলে কলকাতা ও রাজ্য পুলিশের কমব্যাট ফোর্সকে নামানো হয় ৷ এবার সেই কায়দায় কলকাতা পৌরনিগম কমব্যাট ফোর্স নামানোর পরিকল্পনা করছে পরিবেশ বাঁচানোর জন্য ৷ তবে, তাঁরা পুলিশের মতো অস্ত্র হাতে নয়, পরিবেশ দূষণের ফলে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ তার প্রতিকারের জন্য কাজ করবে ৷ এই কমব্যাট ফোর্সের সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হবে পরিবেশ রক্ষায় কীভাবে কাজ করতে হয়, তার ৷

বায়ুদূষণের নিরিখে ভারতের শহরগুলিরল মধ্যে দিল্লির পরেই অবস্থান কলকাতার ৷ আর সেই ভয়ংকর দূষণ ঠেকাতে গাছ লাগানো, গাছে জল দেওয়া, রাস্তার ধূলিকণা নিয়ন্ত্রণে জল দেওয়া-সহ নানান পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ এ সবের সঙ্গেই পরিবেশ দূষণ রুখতে ও দূষণের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে এবার কেএমসি-র নয়া হাতিয়া কমব্যাট ফোর্স ৷

কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার শনিবার মাসিক অধিবেশনে বলেন, ‘‘বিজ্ঞান বা বাণিজ্য বিষয় স্নাতকদের এই কোর্স করানো হবে ৷ এর জন্য পরিবেশ বিজ্ঞানী, চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে ৷ সেই কমিটি সিলেবাস তৈরি করছে ৷ ছাপানো হচ্ছে বুকলেট ৷ এক মাসের কোর্স করানো হবে ৷ সপ্তাহে দু’দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ এই প্রশিক্ষণ শেষে দেওয়া হবে কলকাতা পৌরনিগমের তরফে একটি সার্টিফিকেট ৷ কমব্যাট ফোর্সের সদস্যরা নিজেদের এলাকায় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ৷

কলকাতা পৌরনিগমের লোকবল ও যন্ত্রাংশ সীমিত বলেই সূত্রে খবর ৷ শহরের পরিবেশ রক্ষায় যা অপ্রতুল ৷ সেখানে কলকাতায় দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে ৷ এই কমব্যাট ফোর্স তাদের নিজেদের এলাকায় দূষণের উৎস চিহ্নিত করে সেটা বন্ধ করার উপায় বের করবে ৷ মানুষকে সচেতন করাও তাঁদের কাজ হবে ৷ এমন কিছু যাতে না করে, যার জন্য পরিবেশ দূষণ বাড়তে পারে ৷

বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বায়ুদূষণ সংক্রান্ত প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে, এই ঘোষণা করেন স্বপন সমাদ্দার ৷ সজল ঘোষ বায়ুদূষণ ঠেকাতে কলকাতার বিভিন্ন এলাকায় এয়ার পিউরিফায়ার বসানোর প্রস্তাব দিয়েছিলেন ৷ এই যন্ত্র বায়ুদূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ বলে দাবি করেন স্বপন সমাদ্দার ৷ পাশাপশি জানান, এর জন্য বিপুল খরচ ৷ তাই বিকল্প ভাবনা হিসেবে কমব্যাট ফোর্সের বিষয়টি জানান ৷

আরও পড়ুন:

  1. উৎসবের দিনের খাবারের গুণমান কেমন ? শহর জুড়ে অভিযানে কলকাতা পৌরনিগম
  2. শহরের পথে গাড়ি পার্কিং এজেন্সিদের তোলাবাজি চলছে রমরমিয়ে, চোখ বন্ধ প্রশাসনের
  3. আবাসনের নিকাশী ঠিকভাবে কাজ করছে তো? অন্যথায় হানা দেবে কর্পোরেশন

ABOUT THE AUTHOR

...view details