পশ্চিমবঙ্গ

west bengal

দুয়ারে শীত এখনই নয়, আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া পাহাড় ও সমতলে

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 6:35 AM IST

West Bengal Weather Update: উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে রাজ্যে ৷ আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা 2 ডিগ্রি কমতে পারে, পূর্বাভাস হাওয়া অফিসের ৷

ETV Bharat
উত্তর ও দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা

কলকাতা, 22 নভেম্বর: ভোরে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়লে তা কেটে যাচ্ছে ৷ মিঠে কড়া রোদে গরম লাগলেও তা অস্বস্তিকর মনে হচ্ছে না ৷ বরং এর সঙ্গে উত্তুরে ঠান্ডা হাওয়ার মিশেল শিরশিরানি বয়ে নিয়ে আসছে ৷ আপাতত এই পরিস্থিতি চলবে ৷ তবে আলিপুরের আবহাওয়া অফিস এই অবস্থাকে এখনই দুয়ারে শীত বলতে রাজি নয় ৷ বরং হেমন্তের এই সময়ে আবহাওয়ার এটাই স্বাভাবিক আচরণ বলে মনে করছে ৷

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ- দুই জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে ৷ এই মুহূর্তে উত্তরবঙ্গের উপরের দুটি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে এক বা দু'দিন হালকা বৃষ্টি হতে পারে ৷ বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ তবে দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই ৷

শুধুমাত্র উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হওয়া ঢুকতে থাকবে রাজ্যে ৷ ফলে শীতের আমেজ বেশ ভালো করে পাওয়া যাবে ৷ কলকাতায় এই আমেজ এখনও সেভাবে না পাওয়া গেলেও জেলায় তা মালুম হচ্ছে ৷

এর ফলে রাজ্যে তাপমাত্রা কমবে ৷ উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হওয়া প্রবেশের ফলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও কলকাতাতে আগামী 48 ঘণ্টার মধ্যে 2 ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হবে, এমনটা নয় ৷

আগেই বলা হয়েছিল, জগদ্ধাত্রী পুজোয় হুগলি-চন্দননগরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই ৷ অন্য জেলাগুলির মতো তাপমাত্রা 2 ডিগ্রি কমতে পারে ৷ যেহেতু শুষ্ক আবহাওয়া, তাই বৃষ্টিরও সম্ভাবনা নেই ৷ স্বাভাবিকভাবে, এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই ৷

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ এবং সর্বনিম্ন 50 শতাংশ ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 21 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. ব্যক্তিগত জীবনকে আজ গুরুত্ব দেবেন কন্যারা, আপনার কেমন কাটবে ?
  2. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মঞ্চেও কেন্দ্রের 100 দিনের টাকা না দেওয়া নিয়ে সরব মমতা
  3. কাজে এল না স্টিম্যাচের বার্তা, বিশ্বকাপ যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে হার ভারতের

ABOUT THE AUTHOR

...view details