পশ্চিমবঙ্গ

west bengal

Debanjan Deb : প্রেসিডেন্সি সংশোধনাগারে দেবাঞ্জনকে জেরা করবে ইডি

By

Published : Sep 7, 2021, 12:37 PM IST

কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করে ধরা পড়েছিলেন দেবাঞ্জন দেব ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা ৷ কিন্তু কলকাতা পুলিশ তাঁকে বিভিন্ন মামলায় আটকে রাখায় তা সম্ভব হচ্ছিল না ৷ তাই আদালতের দ্বারস্থ হয় ইডি ৷

অভিযুক্ত দেবাঞ্জন দেব
অভিযুক্ত দেবাঞ্জন দেব

কলকাতা, 7 সেপ্টেম্বর : দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির (Enforcement Directorate, ED) আধিকারিকেরা ৷ কসবা ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) ধৃত দেবাঞ্জন দেবকে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Central Correctional Home) গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা । ইডি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, তদন্তের স্বার্থে দেবাঞ্জন দেবকে কলকাতা পুলিশ (Kolkata Police) এখন লালবাজারে রাখলেও, প্রেসিডেন্সি সংশোধনাগারে তাঁকে আনা হলে, তা ইডিকে জানাবেন জেল সুপার ।

গত বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে এই অনুমতি চায় ইডি । ইডি সূত্রের খবর সেই অনুমতি দিয়েছে আদালত । কিন্তু তদন্তে নেমে ইডির গোয়েন্দারা যখনই দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছা প্রকাশ করেছেন, দেখা গিয়েছে ঠিক সেই সেই সময়ে কলকাতা পুলিশ অভিযুক্ত দেবাঞ্জনকে নিজেদের হেফাজতে নিয়ে একাধিক নতুন নতুন মামলায় জিজ্ঞাসাবাদ করছে । ফলে ইডি কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে নেমেও দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি ।

আরও পড়ুন : Debanjan Deb : দু’মাস পর দেবাঞ্জন কাণ্ডে চার্জশিট পেশ পুলিশের, অভিযুক্তের তালিকায় আট

সূত্রের খবর, এবার তদন্তাতকারী সংস্থা দেবাঞ্জন দেবকে জেরা করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে । এই ঘটনায় প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকেও আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ৷ দেবাঞ্জন দেবকে কলকাতা পুলিশ যখন প্রেসিডেন্সি সংশোধনাগারে আনবে, সেই সময় ইডিকে সেই কথা জানাবে সুপার । তখন ইডির গোয়েন্দারা দেবাঞ্জন দেবকে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদ করবেন । মূলত কোথা থেকে টাকা আদানপ্রদান হত ? কোনও প্রভাবশালী তাঁকে টাকা ধার দিয়েছিলেন কি না ? কোন কোন ব্যবসায়ীর সঙ্গে তাঁর ওঠাবসা ছিল ? পাশাপাশি কলকাতা পুলিশ ও কলকাতা পৌরনিগমের কোন কোন উচ্চ আধিকারিকের সঙ্গে তাঁর ওঠাবসা ছিল, এই সব তথ্য জানার জন্য দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details