ETV Bharat / city

Debanjan Deb : দু’মাস পর দেবাঞ্জন কাণ্ডে চার্জশিট পেশ পুলিশের, অভিযুক্তের তালিকায় আট

author img

By

Published : Aug 26, 2021, 6:27 PM IST

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ বৃহস্পতিবার আলিপুর আদালতে জমা পড়ল চার্জশিট ৷ অভিযুক্তের তালিকায় নাম রয়েছে দেবাঞ্জন দেব-সহ আটজনের ৷

kolkata police files charge sheet against eight accused including Debanjan Deb in fake vaccination camp case
Debanjan Deb : দু’মাস পর দেবাঞ্জন কাণ্ডে চার্জশিট পেশ পুলিশের, অভিযুক্তের তালিকায় আট

কলকাতা, 26 অগস্ট : প্রায় দু’মাস পর কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ বৃহস্পতিবার আলিপুর আদালতে চার্জশিট জমা দেয় তারা ৷ সূত্রের খবর, চার্জশিটে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব-সহ (Debanjan Deb) মোট আটজনের নাম রয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে মোট 14টি ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ তাতে খুনের চেষ্টা, প্রতারণা, ষড়যন্ত্র-সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে ৷ চার্জশিটে মোট 131 জনের সাক্ষ্য সংগ্রহ করেছেন গোয়েন্দারা ৷ পাশাপাশি, যোগ করা হয়েছে বিপর্যয় মোকাবিলা আইনের বিভিন্ন ধারাও ৷

আরও পড়ুন : দেবাঞ্জন কোভিশিল্ড দেয়নি, সেরাম ইনস্টিটিউট থেকে নিশ্চিত করল লালবাজার

করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে যখন বেসামাল গোটা দেশ, ঠিক তখনই সংবাদ শিরোনামে উঠে আসে দেবাঞ্জন দেবের নাম ৷ দক্ষিণ কলকাতার কসবায় একটি করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করেছিল সে ৷ পরে জানা যায়, দেবাঞ্জন আদ্যোন্ত একজন প্রতারক ৷ ভুয়ো পরিচয় দিয়েই টিকাকরণ শিবিরের ব্যবস্থা করেছিল সে ৷ তার সেই শিবিরে এসে টিকা নিয়ে যান সাংসদ মিমি চক্রবর্তী ৷ বস্তুত, মিমির তৎপরতাতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা ৷

আরও পড়ুন : Fake IPS : নীল বাতির গাড়িতে ঘুরত, গ্রেফতার ভুয়ো আইপিএস-সহ 3

এরপর দেবাঞ্জনকে গ্রেফতার করে পুলিশ ৷ গ্রেফতার করা হয় তার এক আত্মীয়কেও ৷ ক্রমে গ্রেফতার হয় আরও অনেকে ৷ দেবাঞ্জন কাণ্ডের পরই যেন কলকাতা-সহ গোটা রাজ্যে ভুয়ো আমলা, আধিকারিক ধরার মরশুম শুরু হয়ে যায় ৷ নীল বাতি লাগানো গাড়িতে চড়ে যারা দিনের পর মানুষের সঙ্গে প্রতারণা করছিল, তাদের অনককেই পাকড়াও করে পুলিশ ৷ ভুয়ো পুলিশ থেকে ভুয়ো সিবিআই কর্তা, জালে ধরা পড়ে অনেক রাঘব বোয়াল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.