পশ্চিমবঙ্গ

west bengal

Abhishek Banerjee: দিল্লি হাইকোর্টে ধাক্কা অভিষেক-রুজিরার, ইডির সমন থেকে রক্ষাকবচের আর্জি খারিজ

By

Published : Sep 21, 2021, 4:21 PM IST

Updated : Sep 21, 2021, 5:10 PM IST

Delhi HC refuses to grant interim stay to Abhishek Banerjee and rujira banerjee's plea against ED summons in coal scam case

কয়লা দুর্নীতি মামলায় (Coal Scam Case) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনে অন্তর্বর্তী স্থগিতাদেশ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)৷ তাঁদের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর :দিল্লি হাইকোর্টে (Delhi High Court) ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ কয়লা দুর্নীতি মামলায় (Coal Scam Case) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন (ED Summon) থেকে রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) ৷ ইডির সমনে অন্তর্বতী স্থগিতাদেশের যে আর্জি তাঁরা জানিয়েছিলেন, আজ তা খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)৷

তবে ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক ও তাঁর স্ত্রী যে পিটিশন দাখিল করেছেন, সে বিষয়ে ইডির কী জবাব তা জানতে চেয়েছে আদালত ৷ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 27 সেপ্টেম্বর ৷

আগেই দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে আগামী 30 সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ৷ কয়লা পাচার কাণ্ডে ইডির আবেদনের ভিত্তিতে রুজিরাকে সশরীরে উপস্থিত থাকার সমন পাঠানো হয় ৷ এর আগে ইডির সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টেরই দ্বারস্থ হয়েছিলেন রুজিরা। চলতি মাসেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে হাজিরার জন্য সমন পাঠিয়েছিল ইডি। অভিষেক ইডি দফতরে হাজিরা দিলেও তাঁর স্ত্রী হাজিরা দেননি । রুজিরা জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে দুই সন্তান রেখে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় ।

আরও পড়ুন:Rujira Banerjeee: 30 সেপ্টেম্বর অভিষেকের স্ত্রী রুজিরাকে সমন দিল্লি আদালতের

ইডির দাবি, কয়লা পাচার কাণ্ডে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হলেও তিনি হাজিরা দিচ্ছেন না ৷ ফলে রুজিরার বিরুদ্ধে আদালতে আবেদন জানায় ইডি ৷ তারই প্রেক্ষিতে অভিষেক-পত্নীকে তলব করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ৷ পাশাপাশি 21 সেপ্টেম্বর অভিষেককে ফের দিল্লিতে তলব করে ইডি । সেই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ৷ তিনি ও তাঁর স্ত্রী রুজিরার দাবি, করোনা পরিস্থিতিতে বারবার দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয় ৷

আরও পড়ুন:10 পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক

অভিষেক ও রুজিরার আইনজীবী রুপিন বহল আদালতকে বলেন, ‘‘রুজিরা একজন গৃহবধূ এবং দুই সন্তানের মা ৷ এটা জানার পরও ইডি বারবার তাঁকে দিল্লিতে হাজিরার জন্য ডেকে পাঠাচ্ছে ৷ কলকাতায় ইডির জোনাল অফিস থাকা সত্ত্বেও ইডি ইচ্ছে করে এমনটা করছে ৷ যদিও অন্য মহিলাদের ক্ষেত্রে তাঁদের রাজ্যে গিয়ে জেরা করা হচ্ছে ৷’’

আরও পড়ুন:Rujira Banerjee to ED: করোনাকালে দিল্লি যেতে পারবেন না, বাড়িতে আসতে ইডি-কে চিঠি রুজিরার

কয়লা পাচার কাণ্ডে এর আগে 1 সেপ্টেম্বর রুজিরা এবং 6 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি ৷ অভিষেক হাজিরা দিলেও রুজিরা দেননি ৷ অভিষেককে প্রায় 9 ঘণ্টা জেরা করেন ইডি আধিকারিকরা ৷ তারপর ফের 8 সেপ্টেম্বর অভিষেককে তলব করে ইডি ৷ এর পর 11 সেপ্টেম্বর এবং 21 সেপ্টেম্বর ফের অভিষেককে হাজিরার দেওয়ার নির্দেশ পাঠায় কেন্দ্রীয় সংস্থা ৷

আরও পড়ুন :Abhishek Banerjee : ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে রোখা যাবে না, চ্যালেঞ্জ অভিষেকের

Last Updated :Sep 21, 2021, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details